শহীদুল ইসলাম (প্রকৌশলী)
অধ্যাপক ড. শহীদুল ইসলাম | |
|---|---|
| প্রথম উপাচার্য | |
| আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ৩ এপ্রিল ২০২৩ | |
| পূর্বসূরী | অফিস সৃষ্টি |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
| পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শহীদুল ইসলাম একজন বাংলাদেশী প্রকৌশলী। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং রাজশাহীতে অবস্থিত আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]শহীদুল নওগাঁর হামিদপুর জিগাতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে মাধ্যমিক এবং রাজশাহীর নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]শহীদুল ইসলাম ২০০১ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রামের (২০০৩ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি সহকারী অধ্যাপক হন। ২০১০ সালে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে তিনি সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন।[২]
শহীদুল ইসলাম ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহীতে অবস্থিত আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ লাভ করেন এবং[৩] ২০২৩ সালের ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আহছানিয়া মিশন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি রুয়েট অধ্যাপক শহীদুল"। দ্য ডেইলি ক্যাম্পাস। ২১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪।
- 1 2 "ড. মো. শহীদুল ইসলাম-এর জীববৃত্তান্ত"। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ২১ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আহছানিয়া মিশন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি রুয়েট অধ্যাপক শহীদুল"। বাহান্ন নিউজ ডট কম। ২১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ভাইস চান্সেলর, প্রো-ভাইস চান্সেলর এবং ট্রেজারার সংক্রান্ত তথ্য" (পিডিএফ)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ক্রমিক নং ৯৫। ২১ মে ২০২৪। পৃ. ৮। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক)