সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শহিদ সোহরাওয়ার্দি কলেজ থেকে পুনর্নির্দেশিত)
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা
প্রাক্তন নাম
কায়েদ-ই-আজম কলেজ
নীতিবাক্য"ঐক্য শিক্ষা শান্তি প্রগতি"
ধরনকলেজ ও বিশ্ববিদ্যালয়
স্থাপিত১১ নভেম্বর ১৯৪৯; ৭৪ বছর আগে (1949-11-11)[১]
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যএ এস এম মাকসুদ কামাল
অধ্যক্ষমোঃ মোহসীন কবীর
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামজিএসএসসি
অধিভুক্তি
ওয়েবসাইটgsscdhaka.edu.bd
মানচিত্র
কলেজের প্রবেশপথ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী একটি সরকারি কলেজ। এই কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নের সুব্যবস্থা রয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের অন্যতম একটি কলেজ। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়।[২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৪৯ সালের ১১ নভেম্বর নালগলার ৫/১, জুম্মন ব্যাপারী লেনে (ভাওয়ালরাজ এস্টেট) কলেজটির কার্যক্রম শুরু হয়। তখন মুহাম্মদ আলী জিন্নাহর উপাধি অনুসারে কলেজের নাম রাখা হয় কায়েদ-ই-আজম কলেজ। পরবর্তীতে লক্ষ্মীবাজারে জমি ক্রয় করে কলেজটিকে সেখানে স্থানান্তর করা হয়। আর নালগলার ভবনটিকে ছাত্রাবাসে রূপান্তর করা হয়।[৩] ১৯৫০ সালে সৈয়দ জহির আহসান কলেজটির প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[৪]

শুরুতে কলেজটিতে কেবল আই.এ, আই.কম, এবং বি.কম কোর্সের অনুমোদন ছিল। পরবর্তীতে ১৯৫৫ সালে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ চালু হয়। ১৯৫৬ সালে চালু হয় বি.এ (পাশ) কোর্স। এরপর ১৯৫৮ সালে কলেজটিতে বি.এসসি কোর্স চালু হয়। সেসময় ঢাকার অন্য কোনো কলেজে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ ছিলনা।[৪]

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে কলেজটির নাম পরিবর্তন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামানুসারে কলেজটির নাম রাখা হয় শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ১৯৮৪ সালের ১ নভেম্বর কলেজটি সরকারি কলেজে পরিণত হলে এর নাম হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ[৩][৪]

২০০৪-০৫ শিক্ষাবর্ষে কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়।[২]

বিভাগ ও অনুষদ[সম্পাদনা]

কলা অনুষদ[সম্পাদনা]

  • বাংলা
  • ইংরেজি
  • ইতিহাস
  • ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি
  • দর্শন
  • ইসলামিক স্টাডিজ

সামাজিক বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]

  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজকর্ম

বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]

  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • উদ্ভিদবিজ্ঞান
  • প্রাণিবিদ্যা
  • মৃত্তিকাবিজ্ঞান
  • গণিত
  • ভূগোল ও পরিবেশ

বাণিজ্য অনুষদ[সম্পাদনা]

  • হিসাববিজ্ঞান বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ

গ্রন্থাগার[সম্পাদনা]

কলেজের গ্রন্থাগারটি পশ্চিম পাশের ভবনের নিচতলায় অবস্থিত। এখানে পাঠ্যবই, গল্পের বই, উপন্যাসের বই রয়েছে। কলেজের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বই বাসায় নিয়ে যেতে পারে। লাইব্রেরিতে বসার জন্য সাধারণ কাঠের বেঞ্চ ও টেবিল রয়েছে।

অবস্থান[সম্পাদনা]

কবি নজরুল সরকারি কলেজ সংলগ্ন বাহাদুর শাহ পার্ক মোড় থেকে পূর্ব দিকে লক্ষ্মীবাজার রোডের শেষ মাথায় হাতের বাম পাশে মেইন রোড থেকে কিছুটা ভিতরে এই কলেজটি অবস্থিত।

সহপাঠ্যক্রমিক কার্যক্রম[সম্পাদনা]

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকায় নিম্নরুপ ক্লাবসমুহ সহপাঠ্যক্রমিক কার্যক্রম চালিয়ে আসছে

  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি
  • সোহরাওয়ার্দী অলেজ নাট্য সংসদ
  • জিএসএসসি ফটোগ্রাফি ক্লাব
  • জিএসএসসি ডিবেটিং সোসাইটি
  • বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট (ঢাকা সিটি জোন)
  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুন

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সমস্যা জর্জরিত সোহরাওয়ার্দী কলেজ দৈনিক ইত্তেফাক | ২২ জুলাই, ২০১৬ ইং
  2. সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] দৈনিক প্রথম আলো
  3. July 20, মোশতাক আহমেদ; AM, 2016 at 2:00। "শ্রেণিকক্ষ কম, আড়াই শ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "COLLEGE HISTORY"gsscdhaka.edu.bd। ২০২০-০৮-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]