শমু মুখার্জী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শমু মুখার্জী
জন্ম(১৯৪৩-০৬-১৯)১৯ জুন ১৯৪৩
মৃত্যু১০ এপ্রিল ২০০৮(2008-04-10) (বয়স ৬৪)
পেশাপরিচালক, লেখক, নির্মাতা
দাম্পত্য সঙ্গীতনুজা (বি. ১৯৭৩–২০০৮; তার মৃত্যু)
সন্তানকাজলতানিশা
পিতা-মাতাশশধর মুখার্জী
সতী দেবী
পরিবারমুখার্জী-সমর্থ পরিবার এবং গাঙ্গুলী পরিবার

শমু মুখার্জী (বা শমু মুখোপাধ্যায়; ১৯ জুন, ১৯৪৪[১] – ১০ এপ্রিল, ২০০৮) হলেন একজন ভারতীয় পরিচালক, লেখক ও নির্মাতা।

জন্ম ও পরিবার[সম্পাদনা]

শমু মুখার্জী ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি পিতা শশধর মুখার্জী ও মা সতী দেবীর চতুর্থ সন্তান। তাঁর পিতা শশধর ফিল্মালয় স্টুডিওসের স্বত্বাধিকারী ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তাঁর মা গাঙ্গুলী ভাইদের একমাত্র বোন ছিলেন। শমু মুখার্জী অভিনেত্রী তনুজাকে বিবাহ করেন। তাঁদের কন্যা অভিনেত্রী কাজল মুখার্জীতানিশা মুখার্জী মুখার্জী-সমর্থ পরিবারের অন্তর্ভুক্ত। শমুর বড় ভাই হলেন প্রয়াত রণো মুখার্জী, প্রয়াত জয় মুখার্জী (১৯৬০-এর দশকের সফল অভিনেতা) ও দেব মুখার্জী এবং ছোট ভাই সুবীর মুখার্জী। অভিনেত্রী রানী মুখার্জীসর্বাণী মুখার্জী হলেন তাঁর ভ্রাতুষ্পুত্রী/ভাইঝি এবং অয়ন মুখার্জী হলেন তাঁর ভ্রাতুষ্পুত্র/ভাইপো। ২০০৮ সালের ১০ এপ্রিল তারিখে ৬৪ বছর বয়সী শমু মুখার্জী হৃদরোগে মারা যান।

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্য প্রযোজক
১৯৭২ এক বার মুস্কুরা দো রাম মুখার্জী হ্যাঁ হ্যাঁ
১৯৭৩ নানহা শিকারী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
১৯৭৮ ছলিয়া বাহু জয় মুখার্জী হ্যাঁ হ্যাঁ
১৯৮১ ফিফটি ফিফটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
১৯৮৫ লাভার বয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
১৯৯০ পাত্থর কে ইনসান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
১৯৯৪ সংগদিল সনম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]