শফিকুল ইসলাম শফিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শফিকুল ইসলাম (শফিক) থেকে পুনর্নির্দেশিত)
শফিকুল ইসলাম শফিক
সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৪
পূর্বসূরীএম আকবর আলী
উত্তরসূরীতানভীর ইমাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম৯ আগস্ট ১৯৫২
উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জ জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

শফিকুল ইসলাম শফিক বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রাজনীতিবিদসিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

শফিকুল ইসলাম শফিক ৯ আগস্ট ১৯৫২ সালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।[৩]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

শফিকুল ইসলাম শফিক ১৯৭৩-১৯৭৪ ও ১৯৭৮-১৯৭৯ সাল পর্যন্ত উল্লাপাড়া আকবর আলী কলেজে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়ে জিএস হিসেবে নির্বাচিত হন। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২] নবম সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[৩]

২০১৮ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১২ 
  2. "শফিকুল ইসলাম, আসন নং: ৬৫, সিরাজগঞ্জ-৪, দল: আওয়ামী লীগ (নৌকা)"দৈনিক প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০ 
  3. "Constituency 65, Sirajganj-4, Md. Shafiqul Islam"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৩১ ডিসেম্বর ২০০৮। ১০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০