শফিউল ইসলাম মহিউদ্দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শফিউল ইসলাম মহিউদ্দিন
ঢাকা-১০ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২১ মার্চ ২০২০
পূর্বসূরীশেখ ফজলে নূর তাপস
ব্যক্তিগত বিবরণ
জন্মঢাকা, পূর্ব পাকিস্তান
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীলিসা খালিদ ইসলাম
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
যে জন্য পরিচিতব্যবসায়ী

শফিউল ইসলাম মহিউদ্দিন একজন বাংলাদেশী ব্যবসায়ী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য।[১][২][৩] তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ছিলেন।[৪][৫]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

শফিউল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি.কম (অনার্স) এবং এম.কম ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

মহিউদ্দিন তিরিশ বছরেরও বেশি সময় ধরে দেশের আরএমজি খাতের সাথে যুক্ত ছিলেন। ১৯৯২ সালে ওনাস অ্যাপারেল লিঃ প্রতিষ্ঠা করে গার্মেন্টস শিল্পে প্রবেশ করেন। [৬] তারপর পুস্পো গ্রুপ নামে পোশাক শিল্প প্রতিষ্ঠান শুরু করেন। গার্মেন্টস এক্সেসরিজ, রিয়েল এস্টেট, শিপিং, ফিশিং, ট্রলার, ড্রেজিং, সোলার এনার্জি, অটো ইট, হস্তশিল্প ইত্যাদির মতো ব্যবসায়ও তিনি যুক্ত। তিনি বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ট্রাস্টি বোর্ডের পরিচালক, সোসাইটি ফর অ্যান্টি অ্যাডিকশন মুভমেন্টের (এসএএম) ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ পোশাক শিল্পের জন্য সেন্টার অব এক্সিলেন্স (সিইবিএআই) এবং রাগবি ফেডারেশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং বিজিএমইএ অ্যাপারেল ক্লাবের পরিচালক।[৭]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

শফিউল ইসলাম মহিউদ্দিন ২১ মার্চ ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১১৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৫৯৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রবিউল আলম ভোট পেয়েছেন ৮১৭। নির্বাচনে ভোট পড়েছে ৫.২৮ শতাংশ।[৮]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

মহিউদ্দিন ব্যক্তিগত জীবনে লিজা খালিদ ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিন মেয়ে পুষ্প ইসলাম মহিউদ্দিন সিমরান, টায়না ইসলাম মহিউদ্দিন ,ইসাবেলা ইসলাম মহিউদ্দিন এবং এক ছেলে রমিজ ইসলাম মহিউদ্দিন ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Independent, The। "সভাপতি"। ১১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "Shafiul Islam Mohiuddin new FBCCI president – Business"। ১২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯ 
  3. Sun, The Daily। "Mohiuddin elected FBCCI President – daily sun" 
  4. "শফিউল ইসলাম সভাপতি –bdnews24.com"bdnews24.com 
  5. "ইন্টারভিয়"www.cottonbangladesh.com। ১৪ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯ 
  6. "BGMEA University of Fashion and Technology"www1.buft.edu.bd। ১১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯ 
  7. User, Super। "বাংলাদেশ"www.saarcchamber.org 
  8. "ঢাকা-১০ আসনে ভোট পড়েছে ৫.২৮ শতাংশ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২২