বিষয়বস্তুতে চলুন

শঙ্খচিল (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শঙ্খচিল
মুক্তির পোস্টার
পরিচালকগৌতম ঘোষ
প্রযোজক
রচয়িতাসায়ন্তনী পু্ততুণ্ডা
চিত্রনাট্যকার
  • গৌতম ঘোষ
  • তিমির বরণ
শ্রেষ্ঠাংশে
সুরকারগৌতম ঘোষ
চিত্রগ্রাহকঈশান ঘোষ
সম্পাদক
  • বৈশালী দাসগুপ্ত
  • ভৌমিক
  • নীলাদ্রি রায়
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক
  • জি স্টুডিওস[]
  • ভি৩জি ফিল্মস প্রাইভেট লিমিটেড
  • প্রিয়া এন্টারটেইনমেন্টস প্রা. লি.
মুক্তি
  • ১৫ এপ্রিল ২০১৬ (2016-04-15)
স্থিতিকাল১৩৫ মিনিট
দেশবাংলাদেশ
ভারত
ভাষাবাংলা

শঙ্খচিল ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা গৌতম ঘোষের। শঙ্খচিল চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের কুসুম শিকদার[] ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে গড়ে উঠেছে চলচ্চিত্রটির গল্প।

দৃশ্যপট

[সম্পাদনা]

বাংলাদেশ-ভারত সীমান্তের এক জনপদের গল্প ‘শঙ্খচিল’। যেখানে এক ভূগোল শিক্ষক, তার স্ত্রী ও ছোট মেয়েকে কেন্দ্র করেই এগিয়ে যাবে ছবিটি। প্রকাশিত পোস্টারে দেখা যায়- অল্প গাছ-গাছালি ঘেরা একটি বনের ভেতর দিয়ে হাঁটছে এক যুবক। তার পরনে সাদা শার্টের সঙ্গে কালো প্যান্ট। যুবকের কাঁধে অজ্ঞান অবস্থায় রয়েছে একটি যুবতী। ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প নিয়েই মূলত কাহিনী তৈরি হয়েছে এই চলচ্চিত্রের।

শ্রেষ্ঠাংশে

[সম্পাদনা]

কাহিনী সংক্ষেপে

[সম্পাদনা]

শঙ্খচিল, দেশের দক্ষিণ দিকের সীমান্তবর্তী গ্রামের মানুষের গল্প। দেশভাগ আর মানুষের ওপর সে ভাগাভাগির ভোগান্তি নিয়ে গল্প ডালপালা মেলেছে। শুনে ভীষণ জটিল বিষয় মনে হবে। বিষয় জটিলই, তবে পরিচালক গৌতম ঘোষ জটিল গল্প সরল করে বলায় দক্ষ । লালনকে নিয়ে মনের মানুষ আর শূন্য অঙ্ক দেখে একই রকম অনুভব হয়েছিল।

ছবি নির্মাণে তার বিষয় বেছে নেওয়া দেখেও অবাক হতে হয়। বিষয়ে বৈচিত্র্য থাকে। সে বৈচিত্র্যে সৃষ্টি হয় প্রথম মুগ্ধতা।

দেশভাগ, ধর্ম, হিন্দু-মুসলমান, সীমান্ত সবই দুধারি তলোয়ারের মতো। এ রকম বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ শত রকমের ঝুঁকিতে পূর্ণ। দুটো দেশ, দুটো ধর্ম, আবেগ, অন্ত্যমিল, বিরোধ সবই উঠে এসেছে চলচ্চিত্রে। উঠে এসেছে মন্দ-ভালো অত্যন্ত সরল প্রবাহে। সে মন্দ-ভালোতে আনন্দ লাভ ও বেদনা বোধ হয়। পীড়িত করে কিন্তু মনে সামান্য আক্রান্তর অনুভব তৈরি করে না। ছবির শেষ পর্যন্ত এ অসাধারণত্ব অটুট থাকে। শঙ্খচিল, গৌতম ঘোষ—উভয়ই এত সব কারণেই বিশেষ।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Shankhachil wins the 'BEST BENGALI FILM' award at the National Film Awards 2016!"। ZEE। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০১৭ 
  2. "আসছে 'শঙ্খচিল'"প্রথম আলো। মার্চ ০৪, ২০১৫।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "দুই বাংলায় একসঙ্গে উড়বে 'শঙ্খচিল'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৬-০১-২৮। ২০১৬-০৩-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-১৯