বিষয়বস্তুতে চলুন

শকুন্তলা বালিয়ারসিংহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শকুন্তলা বালিয়ারসিংহ
স্থানীয় নাম
ଶକୁନ୍ତଳା ବଳିଆରସିଂହ
জন্ম (1948-02-25) ২৫ ফেব্রুয়ারি ১৯৪৮ (বয়স ৭৭)
রামাপুরম, কোট্টায়ম, ভারত
পেশালেখক, অনুবাদক
শিক্ষাপ্রতিষ্ঠানউৎকল বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য রচনাওড়িয়া সাহিত্যে জাতীয়তাবাদী চেতনা
উল্লেখযোগ্য পুরস্কারওড়িশা সাহিত্য আকাদেমি পুরস্কার (২০০৯)
সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কার (২০১৫)
স্বাক্ষর

শকুন্তলা বালিয়ারসিংহ (ওড়িয়া: ଶକୁନ୍ତଳା ବଳିଆରସିଂହ, সাঁওতালি: ᱥᱟᱠᱩᱱᱛᱚᱞᱟ ᱵᱟᱞᱤᱭᱟᱨᱥᱤᱝ, জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯৪৮) একজন ভারতীয় ওড়িয়া ভাষার লেখক ও অনুবাদক।

২০১৭ সালে বালিয়ারসিংহ

বালিয়ারসিংহ ১৯৪৮ সালে, ভারতের কোট্টায়মের রামাপুরমে জন্মগ্রহণ করেন। তিনি উৎকল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন।[]

বালিয়ারসিংহ ৩০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে রয়েছে অজ্ঞাত বসর ইতিকথা, স্বয়ংসিদ্ধা, বিপন্ন নবিক[] এবং ওড়িয়া সাহিত্যে জাতীয়তাবাদী চেতনা, যেখানে তিনি ভারতীয় জাতীয়তাবাদ ও চেতনার ওড়িয়া সাহিত্যের ওপর প্রভাব বিশ্লেষণ করেছেন।[] তিনি নিয়মিত পত্র-পত্রিকায় নিবন্ধ লেখেন।[]

২০১৫ সালে, বালিয়ারসিংহ সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কার লাভ করেন ত্রিপুরাসুন্দরী লক্ষ্মী-র লেখা তামিল গ্রন্থ কাবেরী ভলি ঝিয়াটিয়ে-এর ওড়িয়া অনুবাদের জন্য।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. দত্ত, কার্তিক চন্দ্র (১৯৯৯)। হু'জ হু অফ ইন্ডিয়ান রাইটার্স, ১৯৯৯: এ-এম (ইংরেজি ভাষায়)। সাহিত্য আকাদেমি। পৃ. ৯৫। আইএসবিএন ৯৭৮-৮১-২৬০-০৮৭৩-৫ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য)
  2. 1 2 "ওড়িয়া লেখিকা শকুন্তলা বালিয়ারসিংহ অনুবাদে সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন"দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি ২০১৬। আইএসএসএন ০৯৭১-৮২৫৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫ {{সংবাদ উদ্ধৃতি}}: |issn= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  3. বেহেরা, সুভকান্ত (২০০২)। কনস্ট্রাকশন অফ এন আইডেনটিটি ডিসকোর্স: ওড়িয়া লিটারেচার অ্যান্ড দ্য জগন্নাথ কাল্ট (১৮৬৬-১৯৩৬) (ইংরেজি ভাষায়)। মুন্সীরাম মনোহরলাল পাবলিশার্স। পৃ. xvi। আইএসবিএন ৯৭৮-৮১-২১৫-১০৪১-৭ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য)
  4. "একজন লেখিকার দিন শুরু হয় সকালের আচার-অনুষ্ঠানে"দ্য টাইমস অব ইন্ডিয়া। ৩ মে ২০২০। আইএসএসএন ০৯৭১-৮২৫৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫ {{সংবাদ উদ্ধৃতি}}: |issn= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  5. "সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা"ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। ১৫ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৫