শকুন্তলা বালিয়ারসিংহ
অবয়ব
শকুন্তলা বালিয়ারসিংহ | |
|---|---|
| স্থানীয় নাম | ଶକୁନ୍ତଳା ବଳିଆରସିଂହ |
| জন্ম | ২৫ ফেব্রুয়ারি ১৯৪৮ রামাপুরম, কোট্টায়ম, ভারত |
| পেশা | লেখক, অনুবাদক |
| শিক্ষাপ্রতিষ্ঠান | উৎকল বিশ্ববিদ্যালয় |
| উল্লেখযোগ্য রচনা | ওড়িয়া সাহিত্যে জাতীয়তাবাদী চেতনা |
| উল্লেখযোগ্য পুরস্কার | ওড়িশা সাহিত্য আকাদেমি পুরস্কার (২০০৯) সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কার (২০১৫) |
| স্বাক্ষর | |
শকুন্তলা বালিয়ারসিংহ (ওড়িয়া: ଶକୁନ୍ତଳା ବଳିଆରସିଂହ, সাঁওতালি: ᱥᱟᱠᱩᱱᱛᱚᱞᱟ ᱵᱟᱞᱤᱭᱟᱨᱥᱤᱝ, জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯৪৮) একজন ভারতীয় ওড়িয়া ভাষার লেখক ও অনুবাদক।
জীবন
[সম্পাদনা]
বালিয়ারসিংহ ১৯৪৮ সালে, ভারতের কোট্টায়মের রামাপুরমে জন্মগ্রহণ করেন। তিনি উৎকল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন।[১]
বালিয়ারসিংহ ৩০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে রয়েছে অজ্ঞাত বসর ইতিকথা, স্বয়ংসিদ্ধা, বিপন্ন নবিক[২] এবং ওড়িয়া সাহিত্যে জাতীয়তাবাদী চেতনা, যেখানে তিনি ভারতীয় জাতীয়তাবাদ ও চেতনার ওড়িয়া সাহিত্যের ওপর প্রভাব বিশ্লেষণ করেছেন।[৩] তিনি নিয়মিত পত্র-পত্রিকায় নিবন্ধ লেখেন।[৪]
২০১৫ সালে, বালিয়ারসিংহ সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কার লাভ করেন ত্রিপুরাসুন্দরী লক্ষ্মী-র লেখা তামিল গ্রন্থ কাবেরী ভলি ঝিয়াটিয়ে-এর ওড়িয়া অনুবাদের জন্য।[২][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ দত্ত, কার্তিক চন্দ্র (১৯৯৯)। হু'জ হু অফ ইন্ডিয়ান রাইটার্স, ১৯৯৯: এ-এম (ইংরেজি ভাষায়)। সাহিত্য আকাদেমি। পৃ. ৯৫। আইএসবিএন ৯৭৮-৮১-২৬০-০৮৭৩-৫।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য) - 1 2 "ওড়িয়া লেখিকা শকুন্তলা বালিয়ারসিংহ অনুবাদে সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি ২০১৬। আইএসএসএন ০৯৭১-৮২৫৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
{{সংবাদ উদ্ধৃতি}}:|issn=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ বেহেরা, সুভকান্ত (২০০২)। কনস্ট্রাকশন অফ এন আইডেনটিটি ডিসকোর্স: ওড়িয়া লিটারেচার অ্যান্ড দ্য জগন্নাথ কাল্ট (১৮৬৬-১৯৩৬) (ইংরেজি ভাষায়)। মুন্সীরাম মনোহরলাল পাবলিশার্স। পৃ. xvi। আইএসবিএন ৯৭৮-৮১-২১৫-১০৪১-৭।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "একজন লেখিকার দিন শুরু হয় সকালের আচার-অনুষ্ঠানে"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৩ মে ২০২০। আইএসএসএন ০৯৭১-৮২৫৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
{{সংবাদ উদ্ধৃতি}}:|issn=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা"। ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। ১৫ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৫।