ল্হা-ম্ছোগ-সেং-গে
ল্হা-ম্ছোগ-সেং-গে (ওয়াইলি: lha mchog seng ge) (১৪৬৮-১৫৩৫) তিব্বতের ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের নবম প্রধান বা ঙ্গোর-ছেন ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
[সম্পাদনা]ল্হা-ম্ছোগ-সেং-গের পিতার নাম ছিল দ্পোন-মে-কুন-দ্গা'-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: dpon ne kun dga' rgyal mtshan) এবং মাতার নাম ছিল দ্গে-ব্স্ন্যেন-কুন-ম্ছোগ-'বুম (ওয়াইলি: dge bsnyen kun mchog 'bum)। এগারো বছর বয়সে তিনি গো-রাম্স-পা-ব্সোদ-নাম্স-সেং-গে নামক ষষ্ঠ ঙ্গোর-ছেনের নিকট শিক্ষার্থীর শপথ এবং হেবজ্র সম্বন্ধে শিক্ষা গ্রহণ করেন। এছাড়া মুস-ছেন-সাংস-র্গ্যাস-রিন-ছেন নামক অষ্টম ঙ্গোর-ছেনও তাকে হেবজ্র সম্বন্ধে শিক্ষাদান করেন। সপ্তম ঙ্গোর-ছেন দ্কোন-ম্ছোগ-'ফেল-বা ও গ্লো-বো-ম্খান-ছেন-ব্সোদ-নাম্স-ল্হুন-গ্রুব নামক তার অন্যান্য শিক্ষকদের নিকট তিনি যমান্তক, বজ্রকীলয় ও মার্গফল সম্বন্ধে শিক্ষালাভ করেন। শিক্ষালাভের শেষে তিনি ছু-'দুস-নোর-বু-লিং (ওয়াইলি: chu 'dus nor bu gling) এবং ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারে দর্মশিক্ষাদান করেন। ১৫১৬ অথবা ১৫২৪ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের নবম প্রধান হিসেবে নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন দ্কোন-ম্ছোগ-ল্হুন-গ্রুব নামক দশম ঙ্গোর-ছেন, সাংস-র্গ্যাস-সেং-গে নামক একাদশ ঙ্গোর-ছেন, নাম-ম্খা'-দ্পাল-ব্জাং নামক ত্রয়োদশ ঙ্গোর-ছেন প্রভৃতি।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Townsend, Dominique (2010-07)। "The Ninth Ngor Khenchen, Lhachok Sengge"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-03। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
আরো পড়ুন
[সম্পাদনা]- Jackson, David. 1989. "Sources on the Chronology and Succession of the Abbots of Ngor E-wam-chos-ldan." Berliner Indologische Studien, vol. 4/5, pp 49–93.
- Jackson, David. 2010. The Nepalese Legacy in Tibetan Painting. Seattle: University of Washington Press.
পূর্বসূরী মুস-ছেন-সাংস-র্গ্যাস-রিন-ছেন |
ল্হা-ম্ছোগ-সেং-গে নবম ঙ্গোর-ছেন |
উত্তরসূরী দ্কোন-ম্ছোগ-ল্হুন-গ্রুব |