বিষয়বস্তুতে চলুন

ল্যাভেন্ডার বিবাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ল্যাভেন্ডার বিবাহ হচ্ছে পুরুষ-নারীর মধ্যে বিবাহ; যেখানে অন্ততপক্ষে একজন সঙ্গী সমকামী অথবা উভকামী হয়ে থাকে। সাধারণভাবে একে মিশ্র-অভিমুখিতা বিবাহও বলা হয়। বিশেষায়িতভাবে একে সুবিধাবাদী বিবাহ বলে উল্লেখ করা হয়; এধরনের বিবাহ, কোনো উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়, এখানে কোনো প্রেম ভালোবাসা থাকে না। যেমন: কোনো দেশের নাগরিকত্ব পাবার জন্য; সে দেশের নাগরিককে বিবাহ করলে তা সুবিধাবাদী বিবাহের অন্যতম উদাহরণ।

ল্যাভেন্ডার বিবাহতে অন্ততপক্ষে একজন বিসমকামী হন না, তিনি তার যৌন অভিমুখিতার কথা তার পার্টনার বা সঙ্গীর কাছে লুকিয়ে রাখেন; এমনটা সাধারণত দেখা যায়। এই ল্যাভেন্ডার ম্যারেজ শব্দটি ২০ শতকের পূর্ব থেকে উচ্চারিত হচ্ছিল এবং প্রায় ২০ শতকের মধ্য থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুর্বে প্রধান্ত তারকাদের এ ধরনের বিবাহকে সংজ্ঞায়িত করতে গিয়ে এ শব্দের ব্যাপক প্রচলন ঘটে। সে সময় জনগণের সমকামিতা নিয়ে যে দৃষ্টিভঙ্গি ছিল, সে দৃষ্টিভঙ্গির জন্য কেও নিজেকে সমকামী আখ্যা দিয়ে কোনো পাব্লিক ক্যারিয়ার গঠন করা কার্যত অসম্ভব ছিল, উল্লেখযোগ্য ভাবে হলিউডের ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে।[] ১৮৯৫ সালে ব্রিটিশ প্রেসে এই প্রবচনটির সর্বপ্রথম ব্যবহৃত হয়, ঠিক সে সময় ল্যাভেণ্ডারের যৌন অভিমুখিতার সাথে সমকামিতার একটা সংযোগ আছে বলে জানা যায়।[]

ব্যবহার

[সম্পাদনা]

১৯২০ সাল অবধি হলিউডের নৈতিকতামুলক চুক্তির দরুণ কিছু ক্লোজেটেড তারকা (এই শব্দটা সমকামী উভকামীদের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়; যার মাধ্যমে বুঝানো হয় এসব ভিন্ন যৌন অভিমুখিতার মানুষরা তাদের যৌন পরিচয় গোপন রাখেন) সুবিধাবাদী বিবাহ সম্পন্ন করেন; নিজেদের সম্মান জনসম্মুখে বজায় রাখার জন্য। উল্লেখযোগ্য ব্যতিক্রম দেখা গিয়েছিল উইলিয়াম হেইন্সের ক্ষেত্রে। তিনি তার ক্যারিয়ার ৩৫ বছরে হঠাৎ করে জলাঞ্জলি দেন নিজের সমকামিতা পরিচয় ত্যাগ না করার দরুণ। তিনি তার পুরুষ সঙ্গী জিমি সিল্ডসের সাথে সম্পর্ক বিচ্ছেদ করার চিন্তাকে প্রত্যাখান করেন এবং তাকে বিবাহ করেন।[] ল্যাভেন্ডার ম্যারেজ শব্দটি এই সব কাপল/দম্পতির জন্য ব্যবহার করা হয়েছে:

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Claude J. Summers, The Queer Encyclopedia of Film & Television (Cleis Press, 2005), p. 132
  2. Lyttle, John (আগস্ট ২৯, ১৯৯৫)। "The bride and groom wore lavender"The Independent (UK)। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৮, ২০১৫ 
  3. Trimmier, Benjamin। "Haines, William "Billy" (1900-1973)"glbtq.com। ১৮ এপ্রিল ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০০৭ 
  4. Norton, Richard (১৯৯৭)। The Myth of the Modern Homosexual: Queer History and the Search for Cultural Unity। Casell। পৃষ্ঠা 57। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৮, ২০১৫ 
  5. Collis, Rose (১৯৯৭)। A Trouser-wearing Character: The Life and Times of Nancy Spain। Casell। পৃষ্ঠা 251। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৮, ২০১৫ 
  6. Wayne, Jane Ellen (২০০৪)। "lavender+marriage"+"robert+taylor"& The Leading Men of MGM। Carroll & Graf। পৃষ্ঠা xv। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৮, ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. Bret, David (২০০৪)। "lavender+marriage"& Rock Hudson। Robson Books। পৃষ্ঠা 121। 
  8. Bret, David (২০০০)। "lavender+marriage"& Errol Flynn: Satan's Angel। Robson Book। পৃষ্ঠা 79। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৮, ২০১৫ 
  9. Mosel (১৯৭৮)। Leading Lady: The World and Theatre of Katharine Cornell। Little, Brown & Co। 
  10. Nils Asther memoirs "Narrens väg - Ingen gudasaga" Published 1988, Sweden