ল্যাকুনা ম্যাগনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ল্যাকুনা ম্যাগনা
পুরুষের মূত্রনালীর পূর্বের (উপরের) পৃষ্ঠ খোলা থাকে, গ্লানস লিঙ্গের (নীচে) কাছে ল্যাকুনা ম্যাগনা (লেবেলযুক্ত)।
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনlacuna magna
শারীরস্থান পরিভাষা

পুরুষ শারীরস্থানে, ল্যাকুনা ম্যাগনা (এটিকে গুয়েরিনস সাইনাসও বলা হয়) পুরুষ মূত্রনালীর নাভিকুলার ফোসার উপরে হওয়া কয়েকটি গহ্বরের মধ্যে সবচেয়ে বড়।

গঠন[সম্পাদনা]

পুরুষ মূত্রনালীর নাভিকুলার ফোসার উপরে হওয়া সবচেয়ে বড় গহ্বর। [১]

উৎপত্তি[সম্পাদনা]

ভ্রূণতত্ত্বে ল্যাকুনা ম্যাগনার উৎপত্তি সম্পর্কে বিতর্ক রয়েছে। [২] যাইহোক, সাম্প্রতিক গবেষণাগুলো থেকে জানা গেছে যে পুরুষ মূত্রনালীর নেভিকুলার ফোসা, ইউরেথ্রাল প্লেটে প্রবেশকারী এন্ডোডার্মাল কোষ থেকে উদ্ভূত হয়। [২]

রোগ[সম্পাদনা]

অল্প বয়স্ক পুরুষদের মধ্যে, ল্যাকুনা ম্যাগনার উপস্থিতির কারণে বেদনাদায়ক প্রস্রাব (ডিসুরিয়া), রক্তাক্ত প্রস্রাব ( হেমাটুরিয়া), এবং অন্তর্বাসে রক্ত পড়ার মতো সমস্যা হতে পারে। [৩] [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Shenoy, Sunil P.; Marla, Prashanth K. (২০১১-১১-০১)। "An Endoscopic Study of the Lacuna Magna and Reappraisal of Its Clinical Significance in Contemporary Urological Practice" (ইংরেজি ভাষায়): 1009–1015। আইএসএসএন 0090-4295ডিওআই:10.1016/j.urology.2011.05.013 
  2. Kurzrock E, Baskin L, Cunha G (১৯৯৯)। "Ontogeny of the male urethra: theory of endodermal differentiation": 115–22। ডিওআই:10.1046/j.1432-0436.1999.6420115.xপিএমআইডি 10234808 
  3. Bellinger M, Purohit G, Duckett J, Cromie W (১৯৮৩)। "Lacuna magna: a hidden cause of dysuria and bloody spotting in boys": 163–6। ডিওআই:10.1016/S0022-3468(83)80542-9পিএমআইডি 6854496 
  4. Sommer J, Stephens F (১৯৮০)। "Dorsal urethral diverticulum of the fossa navicularis: symptoms, diagnosis and treatment": 94–7। পিএমআইডি 7411733