লোগান পর্বত
অবয়ব
লোগান পর্বত | |
---|---|
![]() | |
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৫,৯৫৯ মিটার (১৯,৫৫১ ফুট) ![]() |
সুপ্রত্যক্ষতা | ৫,৯৫৯ মিটার (১৯,৫৫১ ফুট) |
প্রধান শিখর | দেনালি ![]() |
বিচ্ছিন্নতা | ৬২২ কিলোমিটার (৩৮৬ মাইল) ![]() |
তালিকাভুক্তি | |
স্থানাঙ্ক | ৬০°৩৪′০২″ উত্তর ১৪০°২৪′১০″ পশ্চিম / ৬০.৫৬৭২২° উত্তর ১৪০.৪০২৭৮° পশ্চিম |
ভূগোল | |
অবস্থান | ইউকন, কানাডা |
আরোহণ | |
প্রথম আরোহণ | ১৯২৫ সালে। অ্যালবার্ট ম্যাকার্থি ও অন্যান্যরা |
সহজ পথ | হিমবাহ/তুষার/বরফ আরোহণ |
লোগান পর্বত (ইংরেজি: Mount Logan) কানাডার ইউকন টেরিটরির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেন্ট এলিয়াস পর্বতমালায় অবস্থিত একটি পর্বতশৃঙ্গ। সমুদ্রতল থেকে ৫,৯৫৯ মিটার উঁচু লোগান কানাডার সর্বোচ্চ এবং উত্তর আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ (আলাস্কার ম্যাকিন্লি পর্বত সর্বোচ্চ) পর্বতশৃঙ্গ। ক্লুয়ানে জাতীয় পার্ক ও সংরক্ষিত এলাকার সিওয়ার্ড হিমবাহের উত্তরে পর্বতটি অবস্থিত। কানাডীয় ভূতাত্ত্বিক স্যার উইলিয়াম লোগানের নামে পর্বতশৃঙ্গটির নামকরণ করা হয়। ১৯২৫ সালে অ্যালবার্ট ম্যাকার্থি ও অন্যান্যরা প্রথম এর শীর্ষে আরোহণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |