লুয়ালাবা নদী
অবয়ব

লুয়ালাবা নদী (ইংরেজি: Lualaba river)[১] গণপ্রজাতন্ত্রী কঙ্গোর একটি নদী। এটি মূলত কঙ্গো নদীর ঊর্ধ্ব অংশ। এটি দেশের দক্ষিণ-পূর্ব অংশে উৎপত্তি লাভ করে উত্তর দিকে ১,৮০০ কিলোমিটার ধরে স্ট্যানলি জলপ্রপাত পর্যন্ত প্রবাহিত হয়েছে এবং সেখান থেকে কঙ্গো নদী নামধারণ করেছে। লুয়ালাবার প্রধান উপনদীগুলি হল লুকুগা ও লুভুয়া নদী।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Lualaba River | Congo Basin, Central Africa, Tributary | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৮।