লুবনা মারিয়াম
লুবনা মারিয়ম | |
---|---|
জন্ম | ৮ জুলাই ১৯৫৪ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | নৃত্যশিল্পী,গবেষক এবং সাংস্কৃতিক কর্মী |
সন্তান | আনুশেহ্ আনাদিল |
পুরস্কার | শিল্পকলা পদক (২০১৯) |
লুবনা মারিয়াম (৮ জুলাই ১৯৫৪) একজন বাংলাদেশী নৃত্যশিল্পী, শিল্প পরিচালক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মী। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে শিল্পকলা পদক প্রদান করে।[১] তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধা এবং শিল্পী গোষ্ঠীর একজন সক্রিয় সদস্য ছিলেন।[২] তিনি জনপ্রিয় প্রামাণ্যচিত্র "মুক্তির গান"-এ কন্ঠ দিয়েছেন।[৩][৪][২][৫]
কর্মজীবন[সম্পাদনা]

লুবনা মারিয়াম ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কলকাতায় গঠিত "মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা"র সাথে যুক্ত ছিলেন।
১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত মারিয়াম ভারতে নৃত্য বিষয়ে অধ্যয়ন করেন, পরে তিনি শাস্ত্রীয় নৃত্যের প্রচারের জন্য বাংলাদেশে ফিরে আসেন।
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
ব্যক্তিগত জীবনে জামাল আহমেদ সুফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লুবনা। লুবনার বাবা কাজী নূরুজ্জামান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৭ নাম্বার সেক্টর কমান্ডার এবং মা সুলতানা জামান ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী; তিনি মানসিক প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠা করেন বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন ও ২০০৮ সালে বাংলাদেশ সরকার তাকে বেগম রোকেয়া পদক প্রদান করে।[৬]
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- বিশ্বরত্ন ডঃ ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সংহতি পুরস্কার (২০১৩)[৭]
- জিনাত জাহান স্মৃতি পুরস্কার (২০১৫)
- ৭১ ফাউন্ডেশন সম্মাননা পুরস্কার (২০১৬)
- প্রয়াস সম্মাননা পুরস্কার (২০১৮)[৮]
- শিল্পকলা পদক পুরস্কার (২০১৯)
- নগদ এবং বাংলা ট্রিবিউন সম্মাননা[৯]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২২ সেপ্টেম্বর ২০২২)। "দুই বছরের শিল্পকলা পদক গ্রহণ করলেন গুণীজনেরা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ "কোনোদিন কাঁদি নাই সেদিনের ঘটনায় যত কেঁদেছি: লুবনা মরিয়ম"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "মুক্তিযুদ্ধের সময় প্রতিদিন কেঁদেছি: লুবনা মরিয়ম"। সমকাল। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "'শিল্প বাড়ি'তে লুবনা মরিয়ম"। বাংলা ট্রিবিউন। ৩১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "১১ বীর নারী পেলেন সম্মাননা"। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "শিল্প বাড়িতে লুবনা মরিয়ম"। বাংলা নিউজ২৪। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "Dancer-scholar gets first Bhupen award"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "Lubna Marium to receive award in Kolkata"। নিউ এইজ বিডি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "৫০ বীর মুক্তিযোদ্ধা ও সংগঠকদের সম্মাননা দিল 'নগদ'"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।