লুই ব্লঁ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লুই ব্লাঁ থেকে পুনর্নির্দেশিত)
লুই ব্লঁ
Louis Blanc
জন্ম(১৮১১-১০-২৯)২৯ অক্টোবর ১৮১১
মৃত্যু৬ ডিসেম্বর ১৮৮২(1882-12-06) (বয়স ৭১)
যুগ19th-century philosophy
অঞ্চলWestern Philosophers
ধারাসমাজতন্ত্র
প্রধান আগ্রহ
রাজনীতি, ইতিহাস, অর্থনীতি
উল্লেখযোগ্য অবদান
Right to work, national Workshops

লুই ব্লঁ (ইংরেজি: Louis Jean Joseph Charles Blanc) (ফরাসি : [blɑ̃]; ২৯ অক্টোবর, ১৮১১ – ৬ ডিসেম্বর ১৮৮২) সাহিত্যিক, সাংবাদিক ও লেখক। ১৮৪০ সালে তার বিখ্যাত বই The Organization of Labour ("শ্রমের সংগঠন") প্রকাশ হয়। তিনি রাষ্ট্র গণতন্ত্রের পক্ষে কাজ করেন। তার মতে রাষ্ট্র কর্মশালা খামার কারখানা দোকান প্রভৃতির ব্যবস্থা করবে এবং এর জন্য অর্থ খরচ করবে। যাদের চিন্তার ভিত্তিতে ১৮৪৮ সালে ফ্রান্সে বিপ্লবের সময় এই ধরনের ব্যবস্থা গৃহীত হয় লুই তাদের অন্যতম। তার মৃত্যু ১৮৮২ সালে।

তথ্যসূত্র[সম্পাদনা]