লুইস আলবের্তো রোমেরো
![]() ২০১২ সালে বার্সেলোনা বি-এর হয়ে আলবের্তো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লুইস আলবের্তো রোমেরো আলকোঞ্চেল[১] | ||
জন্ম | [২] | ২৮ সেপ্টেম্বর ১৯৯২||
জন্ম স্থান | সান হোসে দেল বায়ে, স্পেন | ||
উচ্চতা | ১.৮২ মিটার (৫ ফুট ১১ ১⁄২ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লাৎসিয়ো | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায় | |||
হেরেস | |||
২০০৪–২০০৯ | সেভিয়া | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১০ | সেভিয়া সি | ২০ | (৭) |
২০০৯–২০১২ | সেভিয়া বি | ৭৭ | (২৫) |
২০১১–২০১৩ | সেভিয়া | ৭ | (০) |
২০১২–২০১৩ | → বার্সেলোনা বি (ধার) | ৩৮ | (১১) |
২০১৩–২০১৬ | লিভারপুল | ৯ | (০) |
২০১৪–২০১৫ | → মালাগা (ধার) | ১৫ | (২) |
২০১৫–২০১৬ | → দেপোর্তিবো লা করুনিয়া (ধার) | ২৯ | (৬) |
২০১৬– | লাৎসিয়ো | ৯৮ | (২১) |
জাতীয় দল‡ | |||
২০১০–২০১১ | স্পেন অনূর্ধ্ব-১৮ | ২ | (০) |
২০১১–২০১২ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ৩ | (১) |
২০১৩ | স্পেন অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
২০১৭– | স্পেন | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:২০, ২ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:২০, ২ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
লুইস আলবের্তো রোমেরো আলকোঞ্চেল (স্পেনীয়: [lwis alˈβeɾto roˈmeɾo], ইংরেজি: Luis Alberto; জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৯২; লুইস আলবের্তো রোমেরো অথবা লুইস আলবের্তো নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[৩] তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এ লাৎসিয়ো এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।
স্পেনীয় ফুটবল ক্লাব হেরেসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আলবের্তো ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি সেভিয়ার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০০৯–১০ মৌসুমে, প্রথমে সেভিয়ার বয়সভিত্তিক দলের হয়ে এবং পরবর্তীতে ২০১১–১২ মৌসুমে সেভিয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, সেভিয়ার হয়ে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ৭ ম্যাচ খেলেছেন। পরবর্তীতে তিনি বার্সেলোনা বি, মালাগা এবং দেপোর্তিবো লা করুনিয়ার মতো দলের হয়ে ধারে এবং ইংরেজ ক্লাব লিভারপুলের একজন পূর্ণ সদস্য হিসেবে খেলেছেন। ২০১৬–১৭ মৌসুমে, তিনি ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল হতে ইতালীয় ফুটবল ক্লাব লাৎসিয়ো-এ যোগদান করেছেন।[৪]
দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, আলবের্তো এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো লাৎসিয়োর হয়ে জয়লাভ করেছেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "২০১৩–১৪ মৌসুমের ইংরেজ প্রিমিয়ার লিগের খেলোয়াড়"। প্রিমিয়ার লিগ। ১৬ আগস্ট ২০১৩। ২১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩।
- ↑ ক খ "লুইস আলবের্তো"। ইয়াহু স্পোর্টস। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫।
- ↑ "লুইস আলবের্তো রোমেরোর তথ্য"। হুস্কোরড। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০।
- ↑ "৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে লাৎসিয়োতে যোগদান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- লিভারপুলের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে লুইস আলবের্তো
- বিডিফুটবলে লুইস আলবের্তো রোমেরো (ইংরেজি)
- Futbolme-এ লুইস আলবের্তো রোমেরো (স্পেনীয়)
- সকারওয়েতে লুইস আলবের্তো রোমেরো (ইংরেজি)
- সকারবেসে লুইস আলবের্তো রোমেরো (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে লুইস আলবের্তো রোমেরো (ইংরেজি)
- জীবিত ব্যক্তি
- ১৯৯২-এ জন্ম
- স্পেনীয় ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ফুটবল ক্লাব বার্সেলোনা বি-এর খেলোয়াড়
- দেপোর্তিবো লা করুনিয়ার খেলোয়াড়
- মালাগা ফুটবল ক্লাবের খেলোয়াড়
- সেভিয়া ফুটবল ক্লাবের খেলোয়াড়
- সেভিয়া আতলেতিকোর খেলোয়াড়
- সেভিয়া ফুটবল ক্লাব সি-এর খেলোয়াড়
- লিভারপুল ফুটবল ক্লাবের খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- লাৎসিয়ো স্পোর্টস ক্লাবের খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- ফুটবল উইঙ্গার
- সেহুন্দা দিভিসিওনের খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওন বি-এর খেলোয়াড়
- তেরসেরা দিভিসিওনের খেলোয়াড়
- স্পেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের আন্তর্জাতিক ফুটবলার
- ইংল্যান্ডে স্পেনীয় প্রবাসী ক্রীড়াবিদ
- ইতালিতে স্পেনীয় প্রবাসী ক্রীড়াবিদ