বিষয়বস্তুতে চলুন

লি জে-মিয়ং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লি জে-মিয়ং
이재명
২০২৫ সালে লি
১৪তম দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৪ জুন ২০২৫
প্রধানমন্ত্রীকিম মিন সিয়ক (মনোনীত)[]
পূর্বসূরীইউন-সক ইয়ল
লি জু-হো (ভারপ্রাপ্ত)
৭ম ডেমোক্রেটিক পার্টির নেতা
কাজের মেয়াদ
২৮ আগস্ট ২০২২ – ৯ এপ্রিল ২০২৫[]
পূর্বসূরীউ সাং-হো
উত্তরসূরীপার্ক চান-দে (ভারপ্রাপ্ত)
অন্যান্য পদ
জাতীয় পরিষদের সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ জুন ২০২২
পূর্বসূরীসং ইয়ং-গিল
নির্বাচনী এলাকাগিয়াং বি (ইঞ্চিওন)
৬ম গিয়েওনগি প্রদেশের গভর্নর
কাজের মেয়াদ
১ জুলাই ২০১৮ – ২৫ অক্টোবর ২০২১
পূর্বসূরীনাম কিয়ং পিল
উত্তরসূরী
সিয়ংনামের মেয়র
কাজের মেয়াদ
১ জুলাই ২০১০ – ১৫ মার্চ ২০১৮
পূর্বসূরীলি দে-ইয়াপ
উত্তরসূরীইউন সু-মি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-12-08) ৮ ডিসেম্বর ১৯৬৩ (বয়স ৬১)
আনদং, দক্ষিণ কোরিয়া
রাজনৈতিক দলডেমোক্রেটিক (২০১৪ থেকে)
অন্যান্য
রাজনৈতিক দল
দাম্পত্য সঙ্গীকিম হাই-ক্যং (বি. ১৯৯১)
সন্তান
শিক্ষা
  • চুং-আং বিশ্ববিদ্যালয় (LLB)
  • গ্যাচন বিশ্ববিদ্যালয় (MPA)
পেশা
  • রাজনীতিবিদ
  • লেখক
জীবিকাআইনজীবী
স্বাক্ষর

লি জে-মিয়ং (কোরীয়이재명; জন্ম: ৮ ডিসেম্বর ১৯৬৩) হলেন একজন দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ এবং আইনজীবী যিনি ৪ জুন ২০২৫ সাল থেকে দক্ষিণ কোরিয়ার ১৪তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বাধীন আছেন। তিনি ২০২২ সাল থেকে গিয়াং বি-এর জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লি এর পূর্বে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত গিওংগি প্রদেশের ষষ্ঠ গভর্নর ও ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আনদং-এ একটি গরিব পরিবারে জন্ম নেওয়া লি প্রাথমিক বিদ্যালয়ের পর কারখানার শ্রমিক হন এবং কর্মক্ষেত্রে আঘাত পেয়ে অসমর্থ হয়ে যান। লি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমতুল্য ডিপ্লোমা অর্জন করেন এবং চুং-আং বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়েন, ১৯৮৬ সালে আইন ডিগ্রি লাভ করেন। একজন মানবাধিকার ও শ্রমিক আইনজীবী হিসেবে লি মিনব্যুন-এর সাথে সংগঠিত হন এবং সিওংনাম-এ একটি নতুন হাসপাতাল খোলার পক্ষে প্রচারণা চালান।

লি ২০০৫ সালে রাজনীতিতে প্রবেশ করেন এবং কয়েকটি নির্বাচনে অসমর্থ হন। তিনি ২০১০ সালে সিওংনামের মেয়র নির্বাচিত হন এবং ২০১৪ সালে পুনর্নির্বাচিত হন। তিনি প্রথম ২০১৭ সালে রাষ্ট্রপতির পদের জন্য প্রতিদন্দ্বীতা করেন, মুন জে-ইন-এর কাছে ডেমোক্র্যাটিক মনোনয়ন হেরে যান। লি ২০১৮ সালে গিয়েওঙ্গি প্রদেশের গভর্নর পদে সফলভাবে দৌড়ানোর জন্য মেয়র পদ থেকে ইস্তফা দেন; তিনি ২০২১ সালে গভর্নর পদ থেকে ইস্তফা দেন। লি ২০২২ সালে রাষ্ট্রপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করেন, দলের মনোনয়ন জিতেন, কিন্তু সাধারণ নির্বাচনে পিপল পাওয়ার পার্টি-র ইউন-সক ইয়ল-এর কাছে অল্পের জন্য হেরে যান।

জানুয়ারি ২০২৪ সালে, লি একটি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান। নভেম্বরে, তার ২০২২ সালের রাষ্ট্রপতি প্রচারণার সময় সিওংনাম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রাক্তন নির্বাহী কিম মুন-কি-এর সাথে তার সংযোগ মিথ্যা বলে অস্বীকার করার জন্য পাবলিক অফিসিয়াল ইলেকশন অ্যাক্ট লঙ্ঘনের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ২০২৪ দক্ষিণ কোরিয়ার মার্শাল ল সংকট-এর সময়, লি জাতীয় পরিষদ ভবনের বেড়া টপকে এবং লাইভস্ট্রিমে সেই ঘটনা প্রচার করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেন। তিনি পরবর্তীতে ইউনের বিরুদ্ধে অভিশংসনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোরিয়ার সাংবিধানিক আদালত কর্তৃক ইউনের রাষ্ট্রপতিত্বের মেয়াদ শেষ হলে, লি ২০২৫ সালে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির প্রচারণা শুরু করেন, ডিপিকে (ডেমোক্র্যাটিক পার্টি)-র মনোনয়ন জিতে এবং সাধারণ নির্বাচনে পিপিপি (পিপল পাওয়ার পার্টি)-র মনোনীত প্রার্থী কিম মুন-সু -কে পরাজিত করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]
১৯৭৬ সালে লি

লি ১৯৬৩ সালের ৮ ডিসেম্বর আনদং এ জন্মগ্রহণ করেন, তিনি সাত সন্তানের মধ্যে পঞ্চম।[] লি'র সরকারি জন্ম তারিখ ২২ ডিসেম্বর ১৯৬৪ হিসাবে রেকর্ড করা হয়েছে; তবে, জন্ম নিবন্ধনে বিলম্বের কারণে এই তারিখটি তার বাবা ইচ্ছামত নির্বাচন করেছিলেন। তাঁর প্রকৃত জন্ম তারিখ চন্দ্র ক্যালেন্ডারে ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে বলে মনে করা হয়।[]

লি গরিব পরিবারে বড় হয়েছিলেন। টাকার অভাবে তিনি অনেক সময় বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরিতে যেতেন না, আর স্কুলের শিক্ষকদের সাহায্য নিয়েই বিভিন্ন শিক্ষা সফর আর কমিউনিটি প্রোগ্রামে অংশ নিতেন। তিনি বলেছেন, ছোটবেলায় বন্ধুবান্ধবদের সঙ্গে খালে মাছ ধরা ছিল তার প্রিয় সময় কাটানোর এক উপায়।[]

তার প্রথম শ্রেণীর রিপোর্ট কার্ড অনুসারে, তিনি বেশ একগুঁয়ে ছিলেন, তার নম্বর স্বাভাবিক ছিল এবং তিনি তার সহপাঠীদের সাথে ভালো খেলতেন।[] যখন লি প্রাথমিক বিদ্যালয় শেষ করলেন, তখন দক্ষিণ কোরিয়ার সরকারী স্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিনামূল্যে পড়াশোনার সুযোগ ছিল না। লির বাবা পরিবারের বেশিরভাগ টাকা জুয়ায় উড়িয়ে দিতেন, আর সেই কারণে লির পরিবার আনদং শহর ছেড়ে কাজ খুঁজতে অন্য জায়গায় চলে যায়।[]

শিশু কারখানা শ্রমিক

[সম্পাদনা]

লির পরিবার সঙনাম শহরে চলে যায়, যা একটি শিল্পনির্ভর পরিকল্পিত শহর — প্রেসিডেন্ট পার্ক চুং হি-র শাসনামলে সিউলের বাইরের শিল্পকারখানাগুলো এক জায়গায় গড়ে তোলার জন্য এটি তৈরি করা হয়েছিল। সঙনামে তখন মূলত দরিদ্র মানুষদের বসবাস ছিল, যাদের অনেককেই জোর করে সেখানে পাঠিয়েছিল সরকার।

অন্য দরিদ্র পরিবারের শিশুদের মতো, লিও মাধ্যমিকে না গিয়ে একটি হাতে বানানো মালার কারখানায় কাজ করতে শুরু করেন। পরে সেই মালার কারখানা বন্ধ হয়ে গেলে সে ডংমা রাবার নামের একটি কোম্পানিতে চাকরি নেন। তখন লির বয়স এত কম ছিল যে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী তার পক্ষে কাজ করা বৈধ ছিল না, তাই তিনি ভিন্ন ভিন্ন ভুয়া নামে কাজ করত। ডংমা রাবারে কাজ করার সময় লি নিজের একটি আঙুলে আঘাত পান।[]

দুর্ঘটনার পর লি ডংমা রাবার ছেড়ে দিয়ে দায়ং ইন্ডাস্ট্রিতে কাজ নেয়। সেখানে আবার একটি দুর্ঘটনায় তার কবজির জয়েন্ট একটি ভারী মেশিনে পিষে যায়। এই চোটের সঠিক চিকিৎসা হয়নি, ফলে তার হাতে স্থায়ীভাবে একটি প্রতিবন্ধকতা তৈরি হয়। পরে এই কারণেই তাকে সেনাবাহিনীতে ভর্তি হওয়া থেকে ছাড় দেওয়া হয়। বর্তমানে তিনি একজন আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তি।[][] []

দায়ং ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় লি একদিন স্কুল ইউনিফর্ম পরা কিছু ছাত্রছাত্রীকে দেখতে পান, আর তখনই তার বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা জাগে। সে পরীক্ষায় পাশ করার জন্য কোচিং ক্লাসে ভর্তি হন। ১৯৭৮ সালে সে মাধ্যমিকে ভর্তি পরীক্ষায় পাশ করে এবং মাধ্যমিকের সনদ লাভ করে।[১০] এরপর ১৯৮১ সালে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং উচ্চমাধ্যমিকের সনদ অর্জন করে। [১১]

চরম দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই লি-র রাজনৈতিক দর্শনের জন্ম — ‘অওকগাং বুয়াক’ (Eokgang Buyak)। এই দর্শনের মূল লক্ষ্য হলো ক্ষমতাবানদের বাড়তি সুযোগ-সুবিধা ও অপব্যবহার নিয়ন্ত্রণ করা, আর সমাজের সবচেয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ও তাদের সহায়তা করা।[১২] [১৩]

নাগরিক অধিকার আইনজীবী

[সম্পাদনা]

প্রবেশিকা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, লি বৃত্তির ভিত্তিতে চুং-আং বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে ভর্তি হন। l[]

নিজের আইনজীবীর অফিস চালু করার পর, লি "মিনবিউন" নামে আইনজীবীদের একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে শ্রমিক অধিকার ও মানবাধিকার রক্ষার কাজ করতে থাকেন। তিনি ইনচনগোয়াংজু-র শ্রমিক পরামর্শ কেন্দ্রগুলোর প্রধানদের সঙ্গে মিলে কাজ করেন। ১৯৯৫ সালে তিনি ‘সঙনাম নাগরিক সংঘ’ (Seongnam Citizens' Association) নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নাগরিক আন্দোলন শুরু করেন। পরে ‘পার্ক ভিউ বিশেষ বিক্রয় কেলেঙ্কারি’–র সময় তিনি একজন আইনজীবী ও সামাজিক কর্মী হিসেবে পরিচিতি পান। এই ঘটনায় তদন্তে উঠে আসে, বুন্ডাং-এ সরকারি কর্মকর্তাদের অবৈধভাবে বিল্ডিং পারমিট ও জমি বরাদ্দ দেওয়া হয়েছিল, যার পেছনে দুর্নীতির ইঙ্গিত ছিল।[] [১৪][আরও ব্যাখ্যা প্রয়োজন ]

২০০২ সালের দিকে সঙনামে দুটি সাধারণ হাসপাতাল বন্ধ হয়ে যায়। তখন লি একটি পৌর হাসপাতাল নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করেন। কিন্তু তখনকার সিটি কাউন্সিল, যা গ্র্যান্ড ন্যাশনাল পার্টির নিয়ন্ত্রণে ছিল, মাত্র ৪৭ সেকেন্ডেই স্থানীয় বাসিন্দাদের প্রস্তাবিত আইনি উদ্যোগ খারিজ করে দেয়। এর প্রতিবাদে লি ও তার দল কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ করে, আর এর ফলে লির বিরুদ্ধে সরকারি কর্মকর্তার কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর লি বুঝতে পারেন, শুধু সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয় — তাই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।[১৫]

পাদটীকা

[সম্পাদনা]
  1. Suspended from 24 June to 18 August 2024 when Lee stepped down to run for re-election as leader. Park Chan-dae served as acting leader during this period.

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Seung-yeon, Kim (জুন ৪, ২০২৫)। "DP's Lee taps top campaign aide Kim Min-seok as prime minister"Yonhap News Agency। সংগ্রহের তারিখ জুন ৪, ২০২৫ 
  2. "Lee Jae-myung just announced he's running for president. Here's everything you need to know."Korea JoongAng Daily। ২০২৫-০৪-১০। ১০ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-১৪ 
  3. 이재명 생일만 되면… 호적 날짜에 소환통보, 음력땐 정진상 영장The Chosun Ilbo (কোরীয় ভাষায়)। ২০২২-১২-২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-১৪ 
  4. [파워엘리트] 이재명, 교복 부럽던 '소년공'에서 '대선주자'까지raythep.mk.co.kr/ (কোরীয় ভাষায়)। ১১ জানুয়ারি ২০২১। ১৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 
  5. "고집 세고 성적 '미미'" 국민학교 성적표 공개한 이재명JoongAng Ilbo (কোরীয় ভাষায়)। ৫ মে ২০২১। ৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 
  6. "Gov. Lee Jae-myung elected as DP's presidential candidate"। ১০ অক্টোবর ২০২১। ৮ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২১ 
  7. 이재명 "대선 후보? 스피커가 커져 좋다"Pressian (কোরীয় ভাষায়)। ১৩ মে ২০১৫। ১৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 
  8. 민) 이재명 후보, 병역 문제 공개 검증 하자굿타임즈 (কোরীয় ভাষায়)। ২৯ মে ২০১০। ২১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 
  9. 변, 덕호 (১৬ ফেব্রুয়ারি ২০২২)। 이재명 "나도 등록 장애인...대통령이 직접 장애정책 챙기겠다" – 매일경제Maeil Business Newspaper। ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২ 
  10. 이재명의 스승의 날 회고 "재명아, 너는 가능성이 있어"The Chosun Ilbo (কোরীয় ভাষায়)। ১৫ মে ২০২১। ২২ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 
  11. 하, 수영 (২০২১-১১-১৭)। 81년 학력고사 수험표 올린 이재명 "이걸 본 당신 수능 대박"Korea JoongAng Daily (কোরীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-১৪ 
  12. 이재명, 흙수저 소년공에서 與 대선후보까지। ১০ অক্টোবর ২০২১। ১৩ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১ 
  13. 이재명 "억강부약 대동세상 열겠다" 출사표। ১০ অক্টোবর ২০২১। ৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১ 
  14. 분당 파크뷰 특혜분양 의혹 밝혀지나KBS News (কোরীয় ভাষায়)। ৪ মে ২০২২। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২ 
  15. 이재명 "성남의료원, 정치인 이재명의 시작"News1 (কোরীয় ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০২১। ২২ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
লি দে-ইয়ুপ
সেওংনাম-এর মেয়র
২০১০–২০১৮
উত্তরসূরী
ঈউন সু-মি
পূর্বসূরী
নাম কিয়ং-পিল
গিয়ংগি প্রদেশের গভর্নর
২০১৮–২০২১
উত্তরসূরী
কিম দোং-ইয়ন
পূর্বসূরী
ইউন সুক ইয়োল
লি জু-হো (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
২০২৫–বর্তমান
নির্ধারিত হয়নি
পার্টির রাজনৈতিক কার্যালয়
পূর্বসূরী
মুন জে-ইন
গণতান্ত্রিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী
২০২২, ২০২৫
সাম্প্রতিক
পূর্বসূরী
উ সাং-হো
গণতান্ত্রিক পার্টির নেতা
২০২২–২০২৫
উত্তরসূরী
পার্ক চান-ডে
বিধানসভার আসন
পূর্বসূরী
সোং ইয়ং-গিল
ইনচন গেইয়াং-বি থেকে জাতীয় সংসদের সদস্য
২০২২–বর্তমান
নির্ধারিত হয়নি