লিলিয়ান হফমাইস্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লিলিয়ান হফমিস্টার থেকে পুনর্নির্দেশিত)
লিলিয়ান হফমাইস্টার
২০১২ সালে হফমাইস্টার
অস্ট্রীয় সাংবিধানিক আদালতের বিকল্প বিচারপতি
কাজের মেয়াদ
১৯৯৮ – ২০২০

লিলিয়ান হফমাইস্টার (জন্ম: ১ অক্টোবর, ১৯৫০) একজন অস্ট্রীয় বিশেষজ্ঞ, যিনি মহিলাদের অগ্রগতি, ন্যায়বিচারের ক্ষেত্রে মহিলাদের প্রবেশাধিকার এবং বিশেষ করে নারীর প্রতি বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে অবদান রাখেন। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রিয়ায় বিচারক হিসেবে কাজ করেছেন [১] এবং ১৯৯৮ সাল থেকে অস্ট্রীয় সাংবিধানিক আদালতে বিকল্প বিচারপতি হিসেবেও কাজ করেছেন [২][৩]

২৬ জুন ২০১৪ তারিখে, বিচারপতি হফমাইস্টার মহিলাদের বিরুদ্ধে বৈষম্যের সকল প্রকার বিলোপ সংক্রান্ত কমিটির (সিইডএডব্লিউ) ১২ সদস্যের একজন নির্বাচিত হন,[৪] এবং সেই সদস্যদের প্রতিস্থাপন করেন যাদের চার বছরের মেয়াদ শেষ হবে ২০১৪ সালের শেষে। ২৩ জন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত এই কমিটি রাষ্ট্রীয় পক্ষের দ্বারা নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের বিলোপ সংক্রান্ত জাতিসংঘের কনভেনশনের বাস্তবায়ন পর্যবেক্ষণ করে। [২][৫] ১৯৭৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বিচারপতি হফমাইস্টার একজন বিচারক হিসেবে কাজ করেছেন, প্রধানত ভিয়েনার বাণিজ্যিক আদালতে, যেখানে তিনি সক্রিয়ভাবে নারীদের বিরুদ্ধে দৈনন্দিন জীবনে ঘটা বৈষম্য এবং বিশেষত তাদের ন্যায়বিচারের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা শুরু করেছিলেন। [৬]

আইন বিশেষজ্ঞ[সম্পাদনা]

১৯৯৫ সালে তিনি আইন বিশেষজ্ঞ এবং অস্ট্রীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে বেইজিংয়ে জাতিসংঘের চতুর্থ বিশ্ব সম্মেলনে যোগ দেন। ১৯৯৬ থেকে ২০০৩ পর্যন্ত বিচারপতি হফমাইস্টার সমানাচরণের (অস্ট্রীয় বিচার মন্ত্রণালয়) উপর কার্যকরী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। [৭] ১৯৯৬ সালে বিচারপতি হফমাইস্টার নারী ও পুরুষের মধ্যে সমতার উন্নয়নে ইউরোপের কাউন্সিলের কার্যক্রমের কাঠামোতে নারীদের ন্যায়বিচার পাবার বিষয়ে প্রতিবেদক হিসাবে কাজ করেছিলেন। [৮]

প্রতিষ্ঠাতা সদস্য[সম্পাদনা]

১৯৯৭ সাল থেকে, তিনি জাতিসংঘের মহিলাদের জন্য অস্ট্রীয় জাতীয় কমিটির (প্রাক্তন জাতীয় ইউএনআইএফইএম) এর প্রতিষ্ঠাতা সদস্য, যা বিশ্বব্যাপী মহিলাদের সমস্যা সম্পর্কে তাদের জনসচেতনতার উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘে মহিলাদের মিশনকে এবং তাদের তহবিল সংগ্রহের প্রচেষ্টাকে সমর্থন করে এমন ১৭টি জাতীয় বেসরকারি সংস্থার মধ্যে একটি। [৯] ২০১০, ২০১৩ এবং ২০১৪ সালে বিচারপতি হফমাইস্টার নিউইয়র্কে জাতিসংঘের কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ) বার্ষিক অধিবেশনে অস্ট্রীয় প্রতিনিধি দলের সদস্য ছিলেন। [৭][১০]

চেয়ারম্যান[সম্পাদনা]

১৯৯৮ সাল থেকে, তিনি অস্ট্রীয় মহিলা জজেস অ্যাসোসিয়েশনের (এডব্লিউজেএ) এর চেয়ারপার্সন ও প্রতিষ্ঠাতা,[১১] যা অস্ট্রীয় মহিলা বিচারকদের একটি বেসরকারি সংস্থা যা নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং নারীর অধিকার নিয়ে শিক্ষামূলক কর্মসূচি চালু করার জন্য নিবেদিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Feminismus ist in der Justiz ein Schimpfwort;Sandra Ernst Kaiser, Article in Online Newspaper Der Standard,3 April 2011
  2. Substitute Members of the Austrian Constitutional Court ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-০৫-০৮ তারিখে;Website of the Austrian Constitutional Court. 15 May 2014
  3. CEDAW-Candidature ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে;Brochure, 10 July 2014
  4. Biographical data of candidates to the Committee on the Elimination of Discrimination against Women
  5. UN General Assembly, WOM 1995;Press Release, 10 July 2014
  6. cf. (1)
  7. cf. (3)
  8. Introductory Report; Council of Europe, Steering Committee for Equality between women and men (CDEG), Forum in Warsaw from 21–23 November 1996 on Equality in the labour market and reconciliation of family and professional life: trends and perspectives, 11 July 2014
  9. United Nations Entity for Gender Equality and the Emporement of Women;UN Website, 15 May 2014
  10. Women's Federation for World Peace International ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-০২-২৭ তারিখে;UN Office Newsletter, 10 July 2014
  11. Österreichischer Frauenrat ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-০৮-১৯ তারিখে;Austrian Women's Council, Website, 10 July 2014