লিপস্টিক (১৯৭৬-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিপস্টিক
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
Lipstick
পরিচালকলামন্ট জনসন
প্রযোজকফ্রেডি ফিল্ডস
রচয়িতাডেভিড রেফিয়েল
শ্রেষ্ঠাংশে
সুরকারমিশেল পোলনারেফ
চিত্রগ্রাহকবিল বাটলার
সম্পাদকম্যারিয়ন রথম্যান
পরিবেশকপ্যারামাউন্ট পিকচার্স
মুক্তি
  • ২ এপ্রিল ১৯৭৬ (1976-04-02)
স্থিতিকাল৮৯ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
আয়$৮,৩২৮,৬৬৬

লিপস্টিক (ইংরেজি: Lipstick) হল লামন্ট জনসন পরিচালিত ১৯৭৬ সালের ধর্ষণ ও প্রতিশোধ বিষয়ক মার্কিন থ্রিলার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মার্গো হেমিংওয়ে, ক্রিস সার‍্যান্ডন, ও অ্যান ব্যানক্রফ্‌ট এবং মার্গোর বোনের চরিত্রে অভিনয় করেন তার সহোদরা মারিয়েল হেমিংওয়ে। এতে দেখা যায় একজন ফ্যাশন মডেল তার বোনের সঙ্গীত শিক্ষকের দ্বারা ধর্ষিত হন। জেল থেকে মুক্তির পর সে তার বোনকে ধর্ষণ করে, ফলে সেই মডেল এর নৃশংস প্রতিশোধ নেয়।

কুশীলব[সম্পাদনা]

  • মার্গো হেমিংওয়ে - ক্রিস্টিন ম্যাকরমিক
  • ক্রিস সার‍্যান্ডন - গর্ডন স্টুয়ার্ট
  • পেরি কিং - স্টিভ এডিসন
  • রবিন গামেল - নাথান কার্টরাইট
  • জন বেনেট পেরি - মার্টিন ম্যাকরমিক
  • মারিয়েল হেমিংওয়ে - ক্যাথি ম্যাকরমিক
  • ফ্রান্সেস্কো স্কাভুলো - ফ্রান্সেস্কো
  • মেগ ওয়াইলি - সিস্টার মার্গারেট
  • ইনগা সোয়েনসন - সিস্টার মনিকা
  • লরেন জোন্স - নারী পুলিশ কর্মকর্তা
  • ক্যাথরিন ম্যাকলেয়ড - ভোগে কর্মরত নারী
  • অ্যান ব্যানক্রফ্‌ট - কার্লা বন্ডি

সঙ্গীত[সম্পাদনা]

লিপস্টিক
মিশেল পোলনারেফ
কর্তৃক অ্যালবাম
মুক্তির তারিখ১৯৭৬
দৈর্ঘ্য২৮:৪৪
সঙ্গীত প্রকাশনীআটলান্টিক রেকর্ডস

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন ও গান গেয়েছেন ফরাসি গায়ক মিশেল পোলনারেফ। ১৯৭৬ সালে আটলান্টিক রেকর্ডস থেকে গানের অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। অ্যালবামের গানগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে ও আন্তর্জাতিকভাবে ডিস্কো গান হিসেবে সফলতা অর্জন করে।

নং.শিরোনামদৈর্ঘ্য
১."লিপস্টিক"০৩:৩৩
২."লিপস্টিক মন্টেজ"১২:৩৭
৩."দ্য র‍্যাপিস্ট"১০:৫৭
৪."ব্যালেট"০২:১৭
মোট দৈর্ঘ্য:২৮:৪৪

মূল্যায়ন[সম্পাদনা]

লিপস্টিক চলচ্চিত্রটি মুক্তির পর নেতিবাচক পর্যালোচনা অর্জন করে, বিশেষ করে ধর্ষণের ব্যাপারে চলচ্চিত্রের অবস্থান নিয়ে, যা পুরোপুরি স্বার্থসংশ্লিষ্ট বলে ধরা হয়। পর্যালোচনা ভিত্তিক ওয়েবসাইট রটেন টম্যাটোস-এ ৭টি পর্যালোচনার ভিত্তিতে ১৪% রেটিং অর্জন করে। ওয়েবসাইটটির পরিসংখ্যানে উল্লেখ করা হয় "চলচ্চিত্রটি সস্তা স্বার্থসিদ্ধির চলচ্চিত্র যার মাধ্যমে ধর্ষণ ও প্রতিশোধ বিষয়ক সামাজিক অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে।[১]

চলচ্চিত্র সমালোচক রজার ইবার্ট ছবিটিকে "নোংরা ছদ্মবেশীধারণকারী ধর্ষণের মত অপরাধের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ" বলে উল্লেখ করেন।[২] দ্য নিউ ইয়র্ক টাইমস-এর ভিনসেন্ট ক্যানবি ছবিটির জমকালো চিত্রগ্রহণের প্রশংসা করেন, কিন্তু সকল বি শ্রেণিয় চলচ্চিত্রের মত বুদ্ধিভিত্তিহীন বলে উল্লেখ করেন।[৩]

পুনর্নির্মাণ[সম্পাদনা]

এই চলচ্চিত্রটি থেকে অনুপ্রাণিত হয়ে বলদেব রাজ চোপড়া ১৯৮০ সালে হিন্দি ভাষায় ইনসাফ কা তারাজু নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Lipstick (1976)"রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯ 
  2. ইবার্ট, রজার (৬ এপ্রিল ১৯৭৬)। "Lipstick Movie Review & Film Summary (1976)"রজারইবার্ট.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯ 
  3. ক্যানবি, ভিনসেন্ট (৩ এপ্রিল ১৯৭৬)। "The Screen: 'Lipstick':Glamorous Film About Raped Model Arrives"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯ 
  4. ধবন, এম. এল. (২ ডিসেম্বর ২০০১)। "The Sunday Tribune - Spectrum - Article"দ্য সানডে ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]