বিষয়বস্তুতে চলুন

লিন্ডা আর্সেনিও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিন্ডা আর্সেনিও
লিন্ডা আর্সেনিও
জন্ম (1978-06-20) ২০ জুন ১৯৭৮ (বয়স ৪৭)
অন্যান্য নামলিন্ডা
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০১–বর্তমান
দাম্পত্য সঙ্গীহেশেম তাফলা

লিন্ডা আর্সেনিও (জন্ম: ২০শে জুন ১৯৭৮) হলেন একজন মার্কিন অভিনেত্রী এবং টেক্সাসের মডেল। তিনি তাঁর অভিনয় জীবনে বেশ কয়েকটি ভাষায় অভিনয় করলেও তিনি মূলত হিন্দি চলচ্চিত্রে অধিক অভিনয় করেছেন। তিনি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র কাবুল এক্সপ্রেসে জেসিকা ব্যাকহ্যাম চরিত্রে অভিনয় করার জন্য অধিক পরিচিত লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লিন্ডা আর্সেনিও ১৯৭৮ সালের ২০শে জুন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের গালভেস্টন আইল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তাঁর মা হচ্ছেন সালভাদোরীয় এবং তাঁর বাবা হচ্ছেন যুগোস্লাভীয়। টেক্সাসে তাঁর দুই বোন ও এক ভাই রয়েছে।

তিনি ডালাসের অ্যাক্টর'স কনজারভেটরিতে দুই বছর অধ্যয়ন করেছিলেন, যেখান থেকে তিনি অভিনয় বিষয়ে একটি ডিগ্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে তিনি নিউ ইয়র্ক সিটিতে অভিনয় বিষয়ে পড়াশোনা চালিয়ে যান। থিয়েটার এবং বাদ্যযন্ত্র নিয়ে ইতোমধ্যে অভিজ্ঞতা থাকার কারণে তিনি প্রথমে টেক্সাসে এবং পরে নিউ ইয়র্কে পেশাদার থিয়েটার করতে শুরু করেছিলেন, যা তাঁকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোতে কাজ পেতে দারুনভাবে সহায়তা করেছিল।

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি ভারতীয় চলচ্চিত্র জগতে পা রাখার পূর্বে একটি ইংরেজি স্বাধীন চলচ্চিত্র দ্য প্রসেস অফ ক্রিয়েটিভ ডিসেপশনে অভিনয় করেছেন; যেটি অভিনয় জগতে তাঁর প্রথম চলচ্চিত্র ছিল। তিনি তামিল ও তেলুগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর অভিনীত তামিল চলচ্চিত্র হচ্ছে সাচেঁ এবং থোট্টি জয়া; যার মধ্যে শেষেরটিতে তিনি একটি আইটেম গানও করেছেন। এছাড়াও তিনি কানা কান্দিয়ান-এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। অতঃপর তিনি ভদ্র নামক একটি তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি টুইংকল টুইংকল লিটল স্টার নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[]

তাঁর প্রথম বলিউড চলচ্চিত্রটি কাবুল এক্সপ্রেস। এই চলচ্চিত্রটি পুরোপুরি আফগানিস্তানেই চিত্রায়ন করা হয়েছিল। কাবুল এক্সপ্রেসের সফলতার পর তিনি ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, তিনি বর্তমানে মুম্বইয়ে বসবাস করেন। অতঃপর তিনি মুম্বই সালসা[] এবং আলু চাটে অভিনয় করেছেন; আলু চাটে তিনি অভিনেতা আফতাব শিবদাসানির বিপরীতে অভিনয় করেছেন।[]

২০০৭ সালের শুরুর দিকে, তিনি 'আটলান্টা" গণেশ দ্বারা পরিচালিত মাই ডিয়ার ফাদার (এন ইনাইয়া থানথাই) এবং সেলফ ডিফেন্স (অথথু মীরা আসাই) নামে দুটি সঙ্কর-সাংস্কৃতিক তামিল টেলিফিল্মে অভিনয় করেছেন।[][][]

২০০৯ সালে, তিনি দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা মম্মুট্টী এবং শরৎ কুমারের সঙ্গে মালয়ালম চলচ্চিত্র পাঝাসি রাজাতে অভিনয় করেছেন। তবে এই চলচ্চিতে তাঁর চরিত্রের (মালাবর জেলা সাব-কালেক্টরের যুবতী স্ত্রী দোরা বাবর হিসাবে) জন্য তিনি অনেক সমালোচিত হয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "An evening with Linda"। The Hindu। ১৮ জুলাই ২০০৫। ৪ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০০৯
  2. "Mumbai Salsa"। India Times। ২৬ অক্টোবর ২০০৭। ২৮ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০০৯
  3. "Actress Linda Arsenio in a bikini for Aloo Chaat"। Mid-Day। ৯ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০০৯
  4. "Two telefilms for the international market"The Hindu। ২০ মে ২০০৭। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০০৯
  5. "Thespian makes a comeback"। Behindwoods। ২২ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০০৯
  6. "Finding father"। madrasplus.com। ১৯ জানুয়ারি ২০০৭। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০০৯
  7. "Cinema Plus / Film Review : Majestic multitude - Pazhassi Raja"। The Hindu। ২৭ নভেম্বর ২০০৯। ১ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]