লিথুয়ানিয়ার কাউন্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লিথুয়ানিয়ার অঞ্চলসমূহ ১০টি কাউন্টিতে (লিথুয়ানীয়: একবচন এপস্ক্রিটিস, বহুবচন এপস্ক্রিটাইস) বিভক্ত। কাউন্টিগুলি এর রাজধানীর নামে নামকরণ করা। সকল কাউন্টি ৬০টি পৌরসভায় (লিথুয়ানীয়: একবচন সাভাইভালদাইভে, বহুবচন সাভাইভালদাইভেস) বিভক্ত। এই ৬০টি পৌরসভার মধ্যে ৯টি শহর পৌরসভা, ৪৩টি জেলা পৌরসভা এবং ৮টি পৌরসভা। প্রতিটি পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে (লিথুয়ানীয়: একবচন সেনিউনিজা, বহুবচন সেনিউনিজোস) বিভক্ত। লিথুয়ানিয়ার এই অঞ্চল বিভাজন ১৯৯৪ সাল হতে কার্যকর এবং ২০০০ সালে ঈষৎ পরিবর্তিত।

২০১০ পর্যন্ত কাউন্টিগুলির প্রশাসন ও দায়িত্ব ভিলনিয়াসের কেন্দ্রীয় সরকার হতে কাউন্টি প্রশাসকদের (লিথুয়ানীয়: একবচন এপস্ক্রিটিস ভিরসিনিনকাস, বহুবচন এপস্ক্রিটিস ভিরসিনিনকাই) দেয়া হতো। কাউন্টি প্রশাসকদের প্রাথমিক দায়িত্ব ছিল অধীনস্থ পৌরসভাগুলিতে প্রচলিত আইন ও লিথুয়ানিয়ার সংবিধান অনুযায়ী সকল কর্মকাণ্ড নিশ্চিত করা। কাউন্টি প্রশাসকদের উপর বেশি ক্ষমতা অর্পিত ছিলনা। ১০টি কাউন্টির মাঝে ২টি কাউন্টিতে মাত্র ৪টি পৌরসভা আছে। সকল কাউন্টিতে আলাদা প্রশাসন না রাখার প্রস্তাব থাকায়, ২০১০ সালের ১ জুলাই কাউন্টি প্রশাসন ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তবে পরিসংখানিক ও প্রতিবেদন সংক্রান্ত কার্যক্রমের জন্য কাউন্টি গুলি এখনো বিদ্যমান।[১]

আধুনিক কাউন্টি(এপস্ক্রিটিস) ব্যবস্থা, এবং দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে স্বাধীন লিথুয়ানিয়ায় থাকা এপস্ক্রিটিস ব্যবস্থার সাথে কিছুটা পার্থক্য আছে। সেসময় কাউন্টি গুলিতে দুই স্তরের প্রশাসনিক বিভাজন ছিলঃ এপস্ক্রিটিসভেলসিয়াস, বর্তমান ব্যবস্থায় তিন ধরনের প্রশাসনিক বিভাজনঃ কাউন্টি, পৌরসভা ও ওয়ার্ড (এপস্ক্রিটিস, সাভাইভালদাইভেস ও সেনিউনিজোস) বলবত আছে।

মানচিত্র[সম্পাদনা]

এই মানচিত্রে লিথুনিয়ার সকল কাউন্টি এবং পৌরসভা দেখানো হয়েছে। আটটি শহর পৌরসভা এবং দুইটি পৌরসভা সংখ্যায় দেখানো হয়েছেঃ

1 – ভিলনিয়াস শহর পৌরসভা

2 – কৌনাস শহর পৌরসভা

3 – ক্লিপেদা শহর পৌরসভা

4 – পানেভিজেস শহর পৌরসভা

5 – সাইউলিয়াই শহর পৌরসভা

6 – আলিতুস শহর পৌরসভা

7 – বিরস্টোনাস পৌরসভা

8 – পালাঙ্গা শহর পৌরসভা

9 – ভিসাগিনাস পৌরসভা

10 – নেরিঙ্গা পৌরসভা

Municipalities in Lithuania.png

তালিকা[সম্পাদনা]

# কাউন্টি
(মিডিয়া সাহায্য)
রাজধানী আয়তন

বর্গ কিলোমিটারে

(র‍্যাংক)

জনসংখ্যা(হাজারে)
২০২০
[২]
স্থূল অভ্যন্তরীণ উৎপাদন (নামিক)
বিলিয়ন ইউরো'তে
২০১৭
স্থূল অভ্যন্তরীণ উৎপাদন (মাথাপিছু)
ইউরো'তে
২০১৭
পৌরসভা
আলিতুস কাউন্টি
(listeninfo)

LTA Alytaus apskritis COA.svg
আলিতুস ৫,৪১৮(৬) ১৩৪ ১.৩ ৯,৪০০
  • আলিতুস শহর পৌরসভা
  • আলিতুস জেলা পৌরসভা
  • দ্রুশকিনিকাই পৌরসভা
  • লাজদিজিয়াই জেলা পৌরসভা
  • ভারেনা জেলা পৌরসভা
কৌনাস কাউন্টি
(listeninfo)

LTU Kauno apskritis COA.svg
কৌনাস ৮,০৮৬(৩) ৫৬২ ৮.৬ ১৫,২০০
  • বিরস্টোনাস পৌরসভা
  • জোনাভা জেলা পৌরসভা
  • কাইসিইয়াড্রয়স জেলা পৌরসভা
  • কৌনাস শহর পৌরসভা
  • কৌনাস জেলা পৌরসভা
  • কেদাইনিয়াই জেলা পৌরসভা
  • প্রেইনেই জেলা পৌরসভা
  • রাসেইনিয়াই পৌরসভা
ক্লিপেদা কাউন্টি
(listeninfo)

LTU Klaipėdos apskritis COA.svg
ক্লিপেদা ৫,২২২ (৭) ৩১৯ ৪.৮ ১৫, ১০০
  • ক্লিপেদা শহর পৌরসভা
  • ক্লিপেদা জেলা পৌরসভা
  • ক্রেটিঙ্গা জেলা পৌরসভা
  • নেরিঙ্গা পৌরসভা
  • পালাঙ্গা পৌরসভা
  • স্কৌদাস জেলা পৌরসভা
  • সিলুতে জেলা পৌরসভা
মারিয়ামপোলে কাউন্টি
(listeninfo)

LTA Marijampolės apskritis COA.svg
মারিয়ামপোলে ৪,৪৬৬ (৮) ১৩৬ ১.৩ ৯,১০০
  • কলভারিয়া পৌরসভা
  • কাজলু রুদা পৌরসভা
  • মারিয়ামপোলে পৌরসভা
  • সাকিয়াই জেলা পৌরসভা
  • ভিলকাভিস্কিস জেলা পৌরসভা
পানেভেজিস কাউন্টি
(listeninfo)

LTU Panevėžio apskritis COA.svg
পানেভেজিস ৭,৮৭৮ (৪) ২১১ ২.৫ ১১,০০০
  • বিরজাই পৌরসভা
  • কুপিস্কিস জেলা পৌরসভা
  • পানেজেভিস শহর পৌরসভা
  • পানেজেভিস জেলা পৌরসভা
  • পাসভালিস জেলা পৌরসভা
  • রোকিস্কিস জেলা পৌরসভা
সাইউলেই
(listeninfo)

LTU Šiaulių apskritis COA.svg
সাইউলেই ৮,৫৩৭ (২) ২৬১ ৩.১ ১১,৫০০
  • আকমেনে জেলা পৌরসভা
  • জনিস্কিস জেলা পৌরসভা
  • কেলমে জেলা পৌরসভা
  • পারক্রৌজিস জেলা পৌরসভা
  • রাদভিলিস্কিস জেলা পৌরসভা
  • সাইউলেই শহর পৌরসভা
  • সাইউলেই জেলা পৌরসভা
তৌরেগে কাউন্টি
(listeninfo)

LTU Tauragės apskritis COA.svg
তৌরেগে ৪,৩৪৯ (৯) ৯১ ০.৮ ৮,২০০
  • জুরবারকাস জেলা পৌরসভা
  • পাগেজিয়াই পৌরসভা
  • সিলালে জেলা পৌরসভা
  • তৌরেগে জেলা পৌরসভা
টেলস্লেই কাউন্টি
(listeninfo)

LTU Telšių apskritis COA.svg
টেলস্লাই ৪,৩৫০ (১০) ১৩০ ১.৫ ১০,৭০০
  • মাজেইকিয়াই জেলা পৌরসভা
  • প্লুনগে জেলা পৌরসভা
  • রিটাভাস পৌরসভা
  • টেলসিয়াই জেলা পৌরসভা
উতেনা কাউন্টি
(listeninfo)

LTU Utenos apskritis COA.svg
উতেনা ৭,১৯১ (৫) ১২৪ ১.২ ৯,১০০
  • আনিকসিয়াই জেলা পৌরসভা
  • ইগনালিনা জেলা পৌরসভা
  • মোলেতাই জেলা পৌরসভা
  • উতেনা জেলা পৌরসভা
  • ভিসাগিনাস পৌরসভা
  • জারাসাই জেলা পৌরসভা
১০ ভিলনিয়াস কাউন্টি
(listeninfo)

LTU Vilniaus apskritis COA.svg
ভিলনিয়াস ৯,৭৩০ (১) ৮২০ ১৭.২ ২১,৩০০
  • ইলেকত্রেনাই পৌরসভা
  • সালচিনিনকাই জেলা পৌরসভা
  • সিরভিনতোস জেলা পৌরসভা
  • সভেনসিয়নাইস জেলা পৌরসভা
  • ত্রাকাই জেলা পৌরসভা
  • উকমেরগে জেলা পৌরসভা
  • ভিলনিয়াস শহর জেলা পৌরসভা
  • ভিলনিয়াস জেলা পৌরসভা
লিথুয়ানিয়া ভিলনিয়াস ৬৫,৩০০ ২,৮২৮ ৪২.২০ ১৪,৯০০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dėl apskričių viršininkų administracijų likvidavimo"। Seimas of the Republic of Lithuania। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১১ 
  2. "Lietuvos statistikos departamentas"। Department of Statistics to the Government of the Republic of Lithuania। ২০১৫-০১-১৬।