লিওনার্দ ক্লেইনরক
লিওনার্দ ক্লেইনরক একজন মার্কিন প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী।
পরিচ্ছেদসমূহ
জীবনী[সম্পাদনা]
ক্লেইনরক ১৯৩৪ সালের ১৩ জুন নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি তিনি সিটি কলেজ অব নিউ ইয়র্ক থেকে ১৯৫৭ সালে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। এমআইটি থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে ১৯৫৯ সালে মাস্টার্স এবং ১৯৬৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি সম্পন্ন করে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস এ শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস এর কম্পিউটার বিজ্ঞানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস এ ৪৮ জন পিএইচডি ছাত্রের অভিসন্দর্ভ তত্ত্বাবধান করেছেন। তার প্রকাশনায় রয়েছে ২৫টি গবেষণাপত্র এবং ৬টি বই। তিনি লিঙ্কাবিট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট। [১][২][৩][৪][৫]
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল ২০১২
- ন্যাশনাল মেডেল অব সায়েন্স ২০০৭
- এল এম এরিকসন প্রাইজ
- চার্লস স্টার্ক ড্র্যাপার প্রাইজ ২০০১
- মার্কনি প্রাইজ ১৯৮৬
- ড্যান ড্যাভিড প্রাইজ
- আইইইই ইন্টারনেট মিলেনিয়াম অ্যাওয়ার্ড
- এসিএম সিগকম অ্যাওয়ার্ড
- এনইসি কম্পিউতার অ্যান্ড কমিউনিকেশনস অ্যাওয়ার্ড
- আইইইই লিওনার্দ জি আব্রাহাম প্রাইজ পেপার অ্যাওয়ার্ড
- আইইইই হ্যারি এম গুড অ্যাওয়ার্ড