লাল গোলাপ (টেলিভিশন ধারাবাহিক)
| লাল গোলাপ | |
|---|---|
| ধরন | টক শো, প্রামাণ্যচিত্র, ভ্রমণ, অর্থনীতি |
| নির্মাতা | শফিক রেহমান |
| উৎস | টক শো |
| উন্নয়নকারী | শফিক রেহমান |
| উপস্থাপক | শফিক রেহমান |
| দেশ | বাংলাদেশ |
| মূল ভাষা | বাংলা |
| নির্মাণ | |
| প্রযোজক | বাংলাদেশ টেলিভিশন, বাংলাভিশন |
| নির্মাণ স্থান | বাংলাদেশ ও বহির্বিশ্ব |
| স্থিতিকাল | ৩০ মিনিট |
| মুক্তি | |
| নেটওয়ার্ক | বাংলাদেশ টেলিভিশন, বাংলাভিশন |
| মুক্তি | বাংলাদেশ টেলিভিশন |
লাল গোলাপ বাংলাদেশ টেলিভিশনে ১৪ ফেব্রুয়ারী ১৯৯৩ সালে শফিক রেহমানের উপস্থাপনায় শুরু করা হয়। লাল গোলাপ একটি তথ্যবহুল বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান। ৯০ দশকে ধারাবাহিকটি প্রচুর জনপ্রিয় হয়েছিলো।[১]
ইতিহাস
[সম্পাদনা]আশির দশকের মাঝামাঝি থেকে নব্বই দশকের প্রথম পর্যন্ত প্রবাসে কাটান সাংবাদিক শফিক রেহমান। নব্বইয়ের দশকে লন্ডনে ব্যাপকভাবে উদযাপন হতে তাকে ‘সেন্ট ভ্যালেন্টাইন ডে’। উদার আধুনিক রোম্যান্টিক মনের মানুষ শফিক রেহমানকে বিষয়টি নাড়া দিলো। দেশে ফিরে চাইলেন দিবসটি সার্বজনীন করতে। ভালোবাসা তো শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয়বস্তু নয়। ভালোবাসা তো ছেলেমেয়ের বাবা-মায়ের প্রতি, ভাইয়ের প্রতি বোনের, বোনের প্রতি ভাইয়ের, বাবা-মায়ের কাছে সন্তানের।[২] রাইজিং বিডিতে দেওয়া এক সাক্ষাৎকারে শফিক রেহমান বলেন,
| “ | অল্প বয়স থেকেই দেখে আসছি আমাদের দেশে হিংসা-বিদ্বেষ, দ্বন্দ্ব-সংঘাত বেশি। এটা কোনো অবস্থাতেই ঠিক না। মানুষ মানুষকে ভালোবাসবে- এটাই স্বাভাবিক। ভালোবাসা দিয়েই মানুষকে জয় করতে হবে। এ জন্যই আমার এই প্রচেষ্টা। সেই চেষ্টা থেকেই ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ ভালোবাসা দিবস ঘিরে শুরু হয় আমার পথ চলা। এ ক্ষেত্রে সাপ্তাহিক যায়যায়দিন পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করে। | ” |
কার্যক্রম
[সম্পাদনা]শুরুতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হলেও পরবর্তীতে লাল গোলাপ বাংলাভিশন টেলিভিশনে প্রচার শুরু হয়। স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে ২০১৬ সালের ১৬ এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।[৩]। পরবর্তীতে আট বছর পর বাংলাভিশনের পর্দায় তাহমিনা মুক্তার প্রযোজনায় ১ ডিসেম্বর ২০২৪ সালে লাল গোলাপ নিয়ে ফিরেন শফিক রেহমান।[৩][৪]
বিবরণ
[সম্পাদনা]অনুষ্ঠানের শুরুতেই শফিক রেহমান তার জনপ্রিয় উক্তি দিয়ে অনুষ্ঠান শুরু করতেন,
| “ | হ্যাল্লো, ওয়েলকাম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমাদের সবার পক্ষ থেকে নিন একরাশ লাল গোলাপ শুভেচ্ছা। আসুন, বসুন, দেখুন, আজকের লাল গোলাপ। | ” |
| — শফিক রেহমান | ||
লাল গোলাপ সমসাময়িক দেশি-বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়। একটি নির্দিষ্ট বিষয়ের ওপর প্রতিবেদনও থাকে। পাশাপাশি দেখানো হয় বিভিন্ন সিনেমার অংশবিশেষ।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "ক্ষমতা পেলে লাভ পার্ক করব : শফিক রেহমান"। risingbd.com। ১৩ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "কেউ মনে রাখে, কেউ রাখে না"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ ফেব্রুয়ারি ২০১৮।
- 1 2 "'লাল গোলাপ' নিয়ে ছোট পর্দায় ফিরছেন শফিক রেহমান"। বাংলাভিশন। ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ "৮ বছর পর 'লাল গোলাপ' নিয়ে আসছেন শফিক রেহমান"। প্রথম আলো। ১৪ নভেম্বর ২০২৪।
- ↑ "৮ বছর পর আজ থেকে আবার 'লাল গোলাপ'"। ডেইলি স্টার। ১ ডিসেম্বর ২০২৪।