লাল কেল্লা প্রত্নতাত্ত্বিক জাদুঘর
নিম্নলিখিত নিবন্ধটির বর্তমানে "ইংরেজি ভাষা" থেকে বাংলায় অনুবাদের কাজ চলছে। দয়া করে এটি অনুবাদ করে আমাদেরকে সহায়তা করুন। যদি অনুবাদ করা শেষ হয়ে থাকে তাহলে এই নোটিশটি সরিয়ে নিন। |
লাল কেল্লা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বর্তমানে লাল কেল্লার মুমতাজ মহলে অবস্থিত। এখানে মুঘল যুগের চিত্র, প্রত্নবস্তু, ক্যালিগ্রাফি, কাপড় ইত্যাদি রয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]এই জাদুঘরটি আগে[১] কেল্লার নহবত খানায় অবস্থিত ছিল। পরবর্তীতে মুমতাজ মহলে স্থানান্তরিত হয়,[২] যা মূলত ব্রিটিশ সৈন্যদের মেস হিসেবে ব্যবহৃত হতো। জাদুঘরটি এখন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ-এর তত্ত্বাবধানে রয়েছে।
লালকেল্লার সম্পত্তি ও গহনার অধিকাংশই ১৭৪৭ সালে নাদির শাহের ভারত আক্রমণ-এর সময় এবং ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর লুণ্ঠিত ও চুরি হয়ে যায়। এগুলো পরবর্তীতে অনেক ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে ও ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ লাইব্রেরি এবং ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম-এ বিক্রি হয়ে যায়। উদাহরণস্বরূপ, কোহিনূর হীরা, শাহজাহানের জেড মদের পেয়ালা এবং বাহাদুর শাহ দ্বিতীয়-এর মুকুট বর্তমানে লন্ডনে রয়েছে।[৩] ফলে, জাদুঘরটি মুঘল সম্পত্তি ও ঐতিহ্যের অংশমাত্র প্রদর্শন করতে সক্ষম।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Smith, R.V. (২৯ আগস্ট ২০১১)। "Of Mumtaz, a mahal and a museum"। The Hindu। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ Murray, John (১৯১১)। A handbook for travellers in India, Burma, and Ceylon (8th সংস্করণ)। Calcutta: Thacker, Spink, & Co.। পৃ. ১৯৮। আইএসবিএন ৯৭৮-১১৭৫৪৮৬৪১৭। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৪।
{{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য) - ↑ Nelson, Sara C. (২১ ফেব্রুয়ারি ২০১৩)। "Koh-i-Noor Diamond Will Not Be Returned To India, David Cameron Insists"। The Huffington Post। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৩।
- ↑ "Mumtaz Mahal Museum, Red Fort"। Archaeological Survey of India। ২০১১। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৩।