বিষয়বস্তুতে চলুন

লাল কেল্লা প্রত্নতাত্ত্বিক জাদুঘর

স্থানাঙ্ক: ২৮°৩৯′১৬″ উত্তর ৭৭°১৪′৩৬″ পূর্ব / ২৮.৬৫৪৪৯৪° উত্তর ৭৭.২৪৩৪৪৫° পূর্ব / 28.654494; 77.243445
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাদুঘরটি কেল্লার মুমতাজ মহলে অবস্থিত

লাল কেল্লা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বর্তমানে লাল কেল্লার মুমতাজ মহলে অবস্থিত। এখানে মুঘল যুগের চিত্র, প্রত্নবস্তু, ক্যালিগ্রাফি, কাপড় ইত্যাদি রয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]

এই জাদুঘরটি আগে[] কেল্লার নহবত খানায় অবস্থিত ছিল। পরবর্তীতে মুমতাজ মহলে স্থানান্তরিত হয়,[] যা মূলত ব্রিটিশ সৈন্যদের মেস হিসেবে ব্যবহৃত হতো। জাদুঘরটি এখন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ-এর তত্ত্বাবধানে রয়েছে।

লালকেল্লার সম্পত্তি ও গহনার অধিকাংশই ১৭৪৭ সালে নাদির শাহের ভারত আক্রমণ-এর সময় এবং ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর লুণ্ঠিত ও চুরি হয়ে যায়। এগুলো পরবর্তীতে অনেক ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে ও ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ লাইব্রেরি এবং ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম-এ বিক্রি হয়ে যায়। উদাহরণস্বরূপ, কোহিনূর হীরা, শাহজাহানের জেড মদের পেয়ালা এবং বাহাদুর শাহ দ্বিতীয়-এর মুকুট বর্তমানে লন্ডনে রয়েছে।[] ফলে, জাদুঘরটি মুঘল সম্পত্তি ও ঐতিহ্যের অংশমাত্র প্রদর্শন করতে সক্ষম।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Smith, R.V. (২৯ আগস্ট ২০১১)। "Of Mumtaz, a mahal and a museum"The Hindu। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪
  2. Murray, John (১৯১১)। A handbook for travellers in India, Burma, and Ceylon (8th সংস্করণ)। Calcutta: Thacker, Spink, & Co.। পৃ. ১৯৮। আইএসবিএন ৯৭৮-১১৭৫৪৮৬৪১৭। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৪ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)
  3. Nelson, Sara C. (২১ ফেব্রুয়ারি ২০১৩)। "Koh-i-Noor Diamond Will Not Be Returned To India, David Cameron Insists"The Huffington Post। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৩
  4. "Mumtaz Mahal Museum, Red Fort"Archaeological Survey of India। ২০১১। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৩