লারিভে দাঁ ত্রাঁ অঁ গার দ্য লা সিওতা
লারিভে দাঁ ত্রাঁ অঁ গার দ্য লা সিওতা (ফরাসি: L'Arrivée d'un train en gare de La Ciotat) ১৮৯৫ সালে নির্মিত মাত্র ৫০ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ফরাসি প্রামাণ্য চলচ্চিত্র। এটি নির্মাণ করেছিলেন প্রাচীনতম চলচ্চিত্রকার হিসেবে খ্যাত লুমিয়ের ভ্রাতৃদ্বয়। চলচ্চিত্রটির ফরাসি নামের বাংলা অনুবাদ হল লা সিওতা রেলস্টেশনে একটি ট্রেনের আগমন। ১৮৯৫ সালের ২৮শে ডিসেম্বর লুমিয়ের ভ্রাতৃদ্বয়ের প্রথম চলচ্চিত্র প্রদর্শনীর সময় এটি দেখানো হয়নি, বরং প্রথম জনসম্মুখে প্রদর্শিত হয়েছিল ১৮৯৬ সালের জানুয়ারিতে।
অনেকে মনে করেন, এই চলচ্চিত্রটিই প্রথম মানুষকে জানিয়েছে যে চলচ্চিত্রও শিল্প হতে পারে। সিনেমাটিতে ক্যামেরার কোন নড়াচড়া নেই, রেললাইনের বেশ কাছে রাখা ক্যামেরাটির মাধ্যমে দেখানো হয়েছে একটি ট্রেন স্টেশনে এসে থামল এবং মানুষ ওঠানামা শুরু করল। এই ছোট্ট চলচ্চিত্রটিকে ঘিরেই একটি জনপ্রিয় নাগরিক পুরাণ গড়ে উঠেছে। কথিত আছে ৫০ সেকেন্ডের এই চলচ্চিত্র দেখে অনেকে ভেবে বসেছিল ট্রেনটি সরাসরি তাদের দিকে আসছে, প্রেক্ষাগৃহের অনেকে তাই ভয়ে পেছনে চলে গিয়েছিল।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ L’Arrivee d’un train, 1895 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ নভেম্বর ২০১৫ তারিখে, Vorontzov.com
বহিঃসংযোগ
[সম্পাদনা]- লারিভে দাঁ ত্রাঁ অঁ গার দ্য লা সিওতা- এর মাধ্যমে চলচ্চিত্রর জন্মের কথা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ জুন ২০১২ তারিখে, চিনেচিত্তা