লাউহাটি ইউনিয়ন
লাউহাটি | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে লাউহাটি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪′৩৬″ উত্তর ৮৯°৫৭′০″ পূর্ব / ২৪.০৭৬৬৭° উত্তর ৮৯.৯৫০০০° পূর্বস্থানাঙ্ক: ২৪°৪′৩৬″ উত্তর ৮৯°৫৭′০″ পূর্ব / ২৪.০৭৬৬৭° উত্তর ৮৯.৯৫০০০° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
উপজেলা | দেলদুয়ার উপজেলা ![]() |
প্রতিষ্ঠিত | ১৯৮৪ |
সরকার | |
• চেয়ারম্যান | মো. রফিকুল ইসলাম খান (বিএনপি) |
আয়তন | |
• মোট | ২৫.৬৪ বর্গকিমি (৯.৯০ বর্গমাইল) |
উচ্চতা | ১৫ মিটার (৪৯ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৩,৯৫৯ |
• জনঘনত্ব | ৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৯১৫ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
লাউহাটি ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
প্রশাসনিক অঞ্চল[সম্পাদনা]
লাউহাটি ইউনিয়ান- গ্রাম ১৬টি:
লাউহাটি-১; হেরন্ডপাড়া-২, বর্ণী-২; পাচুরিয়া-৩, স্বল্পলারুগ্রাম-৩; ভবানিপুর-৪,শৈলকুরিয়া-৪, স্বল্পগুনটিয়া-৪; দারিয়াপুর-৫, বেংগুলিয়া-৫; শশিনারা-৬, বাউসাইদ-৬; তাতশ্রী-৭, কাতুলী-৭; তারটিয়া কমলাই-৮ এবং পাহাড়পুর-৯।
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী লাউহা্টী ইউনিয়নের মোট জনসংখ্যা ৩২৮৭৪ জন।[১]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
একসময় বাংলাদেশের মধ্যে অনেক স্বনামধন্য একটি হাট ছিলো লাউহাটি গরুর হাট বাংলাদেশের প্রায় ৫০+ জেলা থেকে ব্যবসায়ী এই হাটে গরু কেনা বেচা করেতেন। কিন্তু বর্তমান সম সাময়িক কারনে সরকারের অবহেলার কারণে আগের থেকে স্বনাম কমে গেছে।
লাউহাটি ইউনিয়নের হাটের তালিকাঃ ১ লাউহাটি হাট ২ নয়াচর হাট ৩ তারটিয়া কমলাই হাট
লাউহাটি ইউনিয়নটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বয়ংসম্পূ। কারণ টাংগাইল জেলার সব থেকে বড় দুজন ব্যক্তিত্বের জন্ম এই লাউহাটিতে। শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাঃ ১ ডঃ আলীম আল রাজী উচ্চ বিদ্যালয় লাউহাটি ২ লাউহাটি এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় লাউহাটি। ৩ পি টি এম উচ্চ বিদ্যালয় পাহাড়পুর। ৪ মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় দাড়িয়াপুর
কলেজঃ ১ আরফান খান মেমোরিয়াল ডিগ্রী কলেজ লাউহাটি। ২ আলিম মাদ্রাসা কলেজ।
মাদ্রাসাঃ ১ লাউহাটি আলীম মাদ্রাসা ২ লাউহাটি হাফিজিয়া মাদ্রাসা
এছাড়াও রয়েছে অসংখ্য প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন কোচিং সেন্টার।
সম্পাদনাঃঃ মোঃ শাহজাহান মিয়া
দর্শনীয় স্থান[সম্পাদনা]
১।হেরন্ডপাড়া জামে মসজিদ:এটি দেলদুয়ার জমিদার আমলে তৈরি এবং সুন্দর কারুকাজে নির্মিত।
২।ধলেশ্বরী নদী:বাংলাদেশের নদী গুলোর মধ্যে ধলেশ্বরী অন্যতম। লাউহাটির বুকের উপর দিয়ে চলে গেছে এই নদী।
৩।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
অর্থনীতি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |