লাউয়াছড়া জামে মসজিদ
লাউয়াছড়া জামে মসজিদ | |
---|---|
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
শাখা/ঐতিহ্য | সুন্নি |
পবিত্রীকৃত বছর | ১৯৬৭ |
অবস্থা | চালু |
অবস্থান | |
অবস্থান | ![]() |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামি স্থাপত্য |
প্রতিষ্ঠার তারিখ | ১২ ডিসেম্বর ১৯৬৭ |
সম্পূর্ণ হয় | ১৯৬৭ |
ধারণক্ষমতা | ৫০ |
লাউয়াছড়া জামে মসজিদ বাংলাদেশের মৌলভীবাজারের কামালগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে অবস্থিত একটি মসজিদ। ১২ ডিসেম্বর ১৯৬৭ সালে মসজিদটি নির্মিত হয়।[১]
স্থাপত্য[সম্পাদনা]
বর্তমানে মসজিদটিতে সবুজ ছাদ দিয়ে নীল রঙ করা হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল ফটক দিয়া সারি সারি বিশাল গাছের ভেতর দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই বাম পাশে লাউয়াছড়া জামে মসজিদ। প্রধান প্রবেশদ্বারে তিনটি কাঠের দরজা রয়েছে। মহিলাদের জন্য পৃথক এবাদতের জায়গা আছে এই মসজিদে।
ইতিহাস[সম্পাদনা]
এই মসজিদটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নির্মিত প্রথম এবং একমাত্র মসজিদ বলা হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৯৬৭ সালের ১২ ই ডিসেম্বরে এটি নির্মাণ করা হয়। মসজিদের পাশে থাকা কালভার্টের দেয়ালটি ২০১৭ সালের মে মাসে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে, যা পরিবহন চলাচলকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।[২] ২৮ শে মার্চ ২০১৮ সালে, মসজিদের ইমাম, গোবিন্দপুরের মুহাম্মদ মোস্তাফিজুর রহমান মাছুম নিখোঁজ হন।[৩]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ভালো নেই লাউয়াছড়া"। দৈনিক যুগান্তর। ঢাকা: যুগান্তর। ১৫ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯।
- ↑ "খাসিয়াদের সহায়তায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথের ক্ষতিগ্রস্ত কালভার্ট সেতু ও রাস্তা সংস্কার"। Patakuri.com। ১৪ মে ২০১৭।
- ↑ "৫ দিন থেকে নিখোঁজ লাউয়াছড়া জাতীয় উদ্দ্যান জামে মসজিদের ইমাম"। মুখোমুখী প্রতিদিন। ২ এপ্রিল ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |