লাইভ ওক সোসাইটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাইভ ওক সোসাইটি
গঠিত১৯৩৪ খ্রিস্টাব্দ
ধরনসামাজিক সংস্থা
উদ্দেশ্যআবাসন সংরক্ষণ, ঐতিহাসিক সংরক্ষণ(পরিরক্ষণ)
সদরদপ্তর১৬০৬, ওয়াটার স্ট্রিট,
লেকম্পট, লুইসিয়ানা
যে অঞ্চলে কাজ করে
দক্ষিণের লাইভ ওকসমৃদ্ধ যুক্তরাষ্ট্রের রাজ্যগুলি
সভাপতি
কোলেন পেরিলিক্স ল্যান্ড্রি
ওয়েবসাইটলাইভ ওক সোসাইটি
লাইভ ওক সোসাইটির সদস্য "ফ্রেন্ডশিপ ওক"

লাইভ ওক সোসাইটি (ইংরেজি: Live Oak Society) হলো পরিপক্ব লাইভ ওক গাছের একটি সদস্যপদ সংগঠন। লুইসিয়ানা গার্ডেন ক্লাব ফেডারেশন, ইনক এর পৃষ্ঠপোষকতায় দক্ষিণা লাইভ ওক (Quercus virginiana) এর সংস্কৃতি, আবাসন, সংরক্ষণ এবং উপচয় অগ্রগতির জন্য ১৯৩৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২] ২০১৩ সালের মধ্যে সোসাইটিতে ৭,০০০ এরও বেশি লাইভ ওক নিবন্ধিত হয়েছিল।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯০ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লুইজিয়ানা ইনস্টিটিউট (বর্তমানে ল্যাফিয়ানা বিশ্ববিদ্যালয়ের যা ল্যাফায়াতে অবস্থিত) এর সভাপতি ডা. এডউইন লুইস স্টিফেনস, ১৯৩৪ সালে লাইভ ওক সোসাইটি প্রতিষ্ঠা করেন।[১] ১৯৫৭ সালে, রেকর্ড দেখভাল করা এবং নতুন আবেদনকারীদের নিবন্ধনের দায়িত্ব লুইসিয়ানা গার্ডেন ক্লাব ফেডারেশন, ইনক দ্বারা গৃহীত হয়েছিল।[৩] সোসাইটির উপবিধি অনুসারে সোসাইটিতে অনুমোদিত একমাত্র মানব সদস্য হলেন সম্মানিত চেয়ারম্যান, যিনি সরাসরি ওক সদস্যদের নিবন্ধন এবং রেকর্ডিংয়ের জন্য দায়বদ্ধ। সদস্য হওয়ার জন্য একমাত্র শর্ত হলো লাইভ ওকটির অবশ্যই ভূমির উপরে ৮ ফুট (২.৪ মিটার) বা তার বেশি এবং ৪.৫ ফুট (১.৩৭ মিটার) ব্যাসের কাণ্ড (ট্রাঙ্ক পরিধি) থাকতে হবে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Live Oak Society"Louisiana Garden Club Federation, Inc. (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৪ 
  2. "Louisiana Garden Club Federation, Inc|Home"Louisiana Garden Club Federation, Inc. (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৪ 
  3. "Explore Lafayette Louisiana"www.lafayettetravel.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৪