বিষয়বস্তুতে চলুন

লরেন কোহান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লরেন কোহান
২০২৩ ওয়ান্ডার কনে কোহান
জন্ম
লরেন স্টরহোম

(1982-01-07) ৭ জানুয়ারি ১৯৮২ (বয়স ৪৩)
চেরি হিল, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্ব
  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
মাতৃশিক্ষায়তনকিং আলফ্রেড'স কলেজ (বিএ)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৬–বর্তমান
স্বাক্ষর

লরেন কোহান (জন্ম জানুয়ারি ৭, ১৯৮২)[] একজন মার্কিন অভিনেত্রী যিনি এএমসি-র পোস্ট-অ্যাপোক্যালিপটিক হরর টেলিভিশন সিরিজ দ্য ওয়াকিং ডেড-এ ম্যাগি রি চরিত্রে (২০১১–২০১৮; ২০২০–২০২২) এবং একই চরিত্রে দ্য ওয়াকিং ডেড: ডেড সিটি-এ পুনরায় অভিনয়ের (২০২৩–বর্তমান) জন্য পরিচিত। তার অন্যান্য উল্লেখযোগ্য টিভি চরিত্রগুলির মধ্যে রয়েছে ডার্ক ফ্যান্টাসি ড্রামা সুপারন্যাচারাল-এ বেলা ট্যালবট (২০০৭–২০০৮), সুপারন্যাচারাল টিন ড্রামা দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ-এ রোজ (২০১০–২০১২), অ্যাকশন কমেডি চাক-এ ভিভিয়ান ম্যাকআর্থার ভোলকফ (২০১১), অ্যাকশন কমেডি-ড্রামা হুইস্কি ক্যাভালিয়ার-এ ফ্রান্সেসকা "ফ্রাঙ্কি" ট্রোব্রিজ (২০১৯), এবং অ্যাডাল্ট অ্যানিমেটেড সুপারহিরো শো ইনভিন্সিবল-এ ওয়ার উম্যান (২০২১–বর্তমান)। তার অভিনিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে কমেডি ভ্যান উইল্ডার: দ্য রাইজ অফ তাজ (২০০৬), সাইকোলজিক্যাল থ্রিলার হরর দ্য বয় (২০১৬), বায়োগ্রাফিক্যাল ড্রামা অল আইজ অন মি (২০১৭), এবং অ্যাকশন থ্রিলার মাইল ২২ (২০১৮)।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "UPI Almanac for Monday, Jan, 7, 2019"। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল। জানুয়ারি ৭, ২০১৯। সেপ্টেম্বর ২১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০১৯actor Lauren Cohan in 1989 (age 32)