লখনউ–কানপুর এক্সপ্রেসওয়ে
লখনউ–কানপুর এক্সপ্রেসওয়ে | |
---|---|
পথের তথ্য | |
ভারতীয় রাষ্ট্রীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | |
দৈর্ঘ্য | ৬২.৭৬ কিমি (৩৯.০০ মা) |
অবস্থা | জুন ২০২৪ (প্রত্যাশিত) |
প্রধান সংযোগস্থল | |
পূর্ব প্রান্ত: | শহীদ পথ, লখনউ |
পশ্চিম প্রান্ত: | আজাদ চৌরাহা, উন্নাও |
অবস্থান | |
রাজ্য | উত্তরপ্রদেশ |
প্রধান শহর | লখনউ, কানপুর |
মহাসড়ক ব্যবস্থা | |
লখনউ–কানপুর এক্সপ্রেসওয়ে বা জাতীয় এক্সপ্রেসওয়ে ৬ (এই-৬) ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত একটি নির্মাণাধীন ৬২ কিলোমিটার দীর্ঘ ও ৬-লেন চওড়া (৮-লেন পর্যন্ত সম্প্রসারণ যোগ্য) প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েটি লখনউ ও কানপুরকে সংযুক্ত করবে ও এএইচ-২৭-এর সমান্তরালে চলবে, যা কানপুর ও লখনউকে বিদ্যমান ও প্রস্তাবিত সমান্তরাল সড়কের মধ্যে প্রায় ৮.৫ কিমি (৫.৩ মাইল) দূরত্বের সঙ্গে সংযুক্ত করে। এটি দক্ষিণ লখনউতে শহীদ পথের কাছে এএইচ-২৭-এর সংযোগ স্থল থেকে শুরু হবে (বর্তমান এএইচ-২৭, ১১.০০০ কিমি)। এরপরে, সড়কটি বাণী, কাঁথা ও অমরসাসকে অতিক্রম করে কানপুরের কাছে এএইচ-২৭-এর (বর্তমান এএইচ-২৭, ৭১.৩০০ কিমি) সঙ্গে সংযোগ স্থাপনের মধ্যমে সমাপ্ত হবে।[১]
এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ২০১৯ সালের মার্চ মাসে (আবার ২০২২ সালের ৫ই জানুয়ারি) করা হয়েছিল, এবং ২০২০ সালের ডিসেম্বর মাসে "গেজেট অব ইন্ডিয়া"তে (ভারতের গেজেট) জাতীয় এক্সপ্রেসওয়ে ৬ হিসাবে বিজ্ঞাপিত হয়েছিল।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ২০২০ সালের ১৫ই ডিসেম্বর "গেজেট অব ইন্ডিয়া"-এর বিজ্ঞপ্তি
- ↑ "Kanpur — Lucknow Expressway – Information & Status"। The Metro Rail Guy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।