লখনউ–কানপুর এক্সপ্রেসওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লখনউ–কানপুর এক্সপ্রেসওয়ে
মানচিত্র
লখনউ–কানপুর এক্সপ্রেসওয়ে লাল রঙে চিহ্নিত
পথের তথ্য
ভারতীয় রাষ্ট্রীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৬২.৭৬ কিমি (৩৯.০০ মা)
অবস্থাজুন ২০২৪ (প্রত্যাশিত)
প্রধান সংযোগস্থল
পূর্ব প্রান্ত:শহীদ পথ, লখনউ
পশ্চিম প্রান্ত:আজাদ চৌরাহা, উন্নাও
অবস্থান
রাজ্যউত্তরপ্রদেশ
প্রধান শহরলখনউ, কানপুর
মহাসড়ক ব্যবস্থা

লখনউ–কানপুর এক্সপ্রেসওয়ে বা জাতীয় এক্সপ্রেসওয়ে ৬ (এই-৬) ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত একটি নির্মাণাধীন ৬২ কিলোমিটার দীর্ঘ ও ৬-লেন চওড়া (৮-লেন পর্যন্ত সম্প্রসারণ যোগ্য) প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েটি লখনউকানপুরকে সংযুক্ত করবে ও এএইচ-২৭-এর সমান্তরালে চলবে, যা কানপুর ও লখনউকে বিদ্যমান ও প্রস্তাবিত সমান্তরাল সড়কের মধ্যে প্রায় ৮.৫ কিমি (৫.৩ মাইল) দূরত্বের সঙ্গে সংযুক্ত করে। এটি দক্ষিণ লখনউতে শহীদ পথের কাছে এএইচ-২৭-এর সংযোগ স্থল থেকে শুরু হবে (বর্তমান এএইচ-২৭, ১১.০০০ কিমি)। এরপরে, সড়কটি বাণী, কাঁথা ও অমরসাসকে অতিক্রম করে কানপুরের কাছে এএইচ-২৭-এর (বর্তমান এএইচ-২৭, ৭১.৩০০ কিমি) সঙ্গে সংযোগ স্থাপনের মধ্যমে সমাপ্ত হবে।[১]

এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ২০১৯ সালের মার্চ মাসে (আবার ২০২২ সালের ৫ই জানুয়ারি) করা হয়েছিল, এবং ২০২০ সালের ডিসেম্বর মাসে "গেজেট অব ইন্ডিয়া"তে (ভারতের গেজেট) জাতীয় এক্সপ্রেসওয়ে ৬ হিসাবে বিজ্ঞাপিত হয়েছিল।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ২০২০ সালের ১৫ই ডিসেম্বর "গেজেট অব ইন্ডিয়া"-এর বিজ্ঞপ্তি
  2. "Kanpur — Lucknow Expressway – Information & Status"The Metro Rail Guy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২