লকঅ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লকঅ্য়ালয় বা লকসংকর হলো বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতু। এতে শতকরা ৬২ ভাগ বেরিলিয়াম এবং শতকরা ৩৮ ভাগ অ্যালুমিনিয়াম থাকে। নির্দিষ্ট কিছু কাজের জন্য এই সংকর ধাতুটি শক্তিশালী হওয়ায় এটিকে মহাকাশ প্রযুক্তিতে কাঠামোগত ধাতু হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।[১] এই সংকর ধাতুটি অনমনীয়।[২] ১৯৬০ এর দশকে লকহিড মিসাইলস অ্যান্ড স্পেস কোম্পানি এই সংকর ধাতুটি সর্বপ্রথম তৈরি করে।[৩][৪] এই সংকর ধাতুটি লকহিড ওয়াইএফ ১২ এবং এলজিএম -৩০ মিনিটম্যান ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছিল। ১৯৭০ এর দশকে এই সংকর ধাতুটির উৎপাদনে সমস্যা হওয়ায় শুধু মাত্র কয়েকটি বিশেষ ক্ষেত্রে এর ব্যবহার সীমাবদ্ধ থাকে। ১৯৭০ এর দশকের মাঝামাঝি সময় থেকে লকঅ্যালয় আর বাণিজ্যিকভাবে পাওয়া যেত না।[২][৫]

১৯৯০ সালে ম্যটারিওন বেরিলিয়াম অ্যান্ড কমপোজিটস নামে একটি কোম্পানি আলবিমেট (AlBeMet) ট্রেড নামে এই লকঅ্য়ালয় মিশ্র ধাতুর পাউডার-সিনটারের সংমিশ্রণটি বাণিজ্যিকভাবে বাজারে পুনরায় চালু করে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. McGraw-Hill Dictionary of Scientific & Technical Terms, 6E, Copyright © 2003 by The McGraw-Hill Companies, Inc.
  2. Parsonage, Tom। "Development of Aluminum Beryllium for Structural Applications" (পিডিএফ)Materion। মে ১০, ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৮ 
  3. Cameron, Kevin (আগস্ট ৫, ২০১৫)। "ESSAY: When is the Future Coming?"Cycle World। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৮ 
  4. DTIC ADA041284: Lockalloy Be-38Al Material Characterization, 1976 Year-End Report, by Defense Technical Information Center
  5. Hausner, Henry Herman (১৯৬৫)। Beryllium its Metallurgy and Properties। University of California Press। পৃষ্ঠা 189। আইএসবিএন 978-0520005419 
  6. Parsonage, Tom. "Development of Aluminum Beryllium for Structural Applications" (PDF). Materion. Retrieved May 9, 2018.