র‍্যাডক্লিফ হল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
র‍্যাডক্লিফ হল
১৯৩০ সালে র‍্যাডক্লিফ
১৯৩০ সালে র‍্যাডক্লিফ
জন্মমার্গারেট র‍্যাডক্লিফ হল
(১৮৮০-০৮-১২)১২ আগস্ট ১৮৮০
বোর্নমাথ, ইংল্যান্ড
মৃত্যু৭ অক্টোবর ১৯৪৩(1943-10-07) (বয়স ৬৩)
লন্ডন, ইংল্যান্ড
পেশাউপন্যাসিকা, কবি, ছোটো গল্প লেখিকা
সময়কাল১৯০৬-১৯৩৬

স্বাক্ষর

র‍্যাডক্লিফ হল, একজন ইংরেজ লেখিকা ছিলেন; তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় ইংরেজ লেখিকা। তিনি উপন্যাস, কবিতা এবং ছোটো গল্প লিখতেন। তার জন্ম হয়েছিলো ইংল্যান্ডের বোর্নমাথে ১৮৮০ সালের ১২ আগস্ট তারিখে। ব্যক্তিগত জীবনে র‍্যাডক্লিফ একজন সমকামী মহিলা ছিলেন;[১] তিনি দ্য ওয়েল অব লোনলিনেস নামের একটি পুরো বিশ্বে সাড়া জাগানো উপন্যাস লিখেছিলেন যেটা সর্বপ্রথম ১৯২৮ সালে প্রকাশিত হয়েছিলো। তিনি ইংরেজি সাহিত্য জগতে পদচারণা রেখেছিলেন ১৮৯৪ সালে একটি কবিতার বই প্রকাশের মাধ্যমে এবং তার প্রথম উপন্যাস 'দ্য ফোর্জ' ১৯২৪ সালে বের হয়। ১৯৪৩ সালের ৭ই অক্টোবর র‍্যাডক্লিফ ক্যান্সারে রোগে ভুগে ৬৩ বছর বয়সে লন্ডন শহরে মারা যান।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lyndsey D'Arcangelo (২১ অক্টোবর ২০২০)। "The Lesbian Legacy Of Radclyffe Hall"curvemag.com 
  2. Radclyffe Hall Biography - Your Dictionary

বহিঃসংযোগ[সম্পাদনা]