রেবেকা (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেবেকা
জন্ম
রাবেয়া

(1971-03-11) ১১ মার্চ ১৯৭১ (বয়স ৫৩)
শিবচর, মাদারীপুর, ঢাকা
অন্যান্য নামরেবেকা রউফ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীফরহাদ রউফ
সন্তানফারদিন রউফ (ছেলে)
রাকা রউফ (মেয়ে)
পিতা-মাতা
  • মোহাম্মদ আব্দুল আজিজ খান (পিতা)
  • তসিরুন্নেসা (মাতা)

রেবেকা (জন্মনাম রাবেয়া অথবা বৈবাহিক নাম রেবেকা রউফ হিসাবেও পরিচিত; জন্ম ১১ মার্চ ১৯৭১) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। রেবেকা ১৯৮৫ সালে ইবনে মিজান পরিচালিত রাজবধূ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।[১][২][৩][৪]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

রেবেকা ১৯৭১ সালের ১১ মার্চ মাদারীপুরের শিবচরে বাবা আব্দুল আজিজ খান ও মা তসিরুন্নেসার ঘরে রাবেয়া হিসাবে জন্মগ্রহণ করেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনিই সবার বড়। তার "রাবেয়া" নাম পরিবর্তন করে প্রয়াত পরিচালক শিবলি সাদিক নাম দেন "রেবেকা"। রেবেকা চিত্রনায়ক ফরহাদ রউফকে ১৯৯৭ সালের ১৭ জুন বিয়ে করেন। এই দম্পতির ফারদিন রউফ ও রাকা রউফ নামে দুই সন্তান রয়েছে।[৫]

কর্মজীবন[সম্পাদনা]

রেবেকা ১৯৮৫ সালে দশম শ্রেণীতে পড়ার সময় ইবনে মিজান পরিচালিত রাজবধূ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার শিশুশিল্পী হিসাবে বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।[৬] এরপর তিনি নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন ১৯৯০ সালে শিবলি সাদিক পরিচালিত অর্জন চলচ্চিত্রে। অর্জন চলচ্চিত্রটিতে তিন নায়িকার একজন ছিলেন তিনি, অন্য দুজন ছিলেন অঞ্জু ঘোষ ও কবিতা। এতে রেবেকার বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা মিঠুন। এরপর তিনি অন্যতম নায়িকা হিসেবে শেখ নজরুল ইসলামের চাঁদের আলো ছবিতে ওমর সানির বিপরীতে, আজমল হুদা মিঠুর চোর ডাকাত পুলিশ, শিবলি সাদিকের মা মাটি দেশ, নাদিম মাহমুদের আন্দোলন, ফিরোজ আল মামুন পরিচালিত একে ফিল্মস প্রযোজিত কমলার বনবাস চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন, এতে তার বিপরীতে ছিলেন আনোয়ার শরীফ। এই চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। দুলনা, দংশন, সম্মান, অচেনাত্রাসসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে নায়িকা হিসাবে অভিনয় করেন তিনি। তার স্বামী অভিনেতা ফরহাদের সঙ্গেও একটি চলচ্চিত্র ময়নামতির সংসার-এ অভিনয় করেছেন তিনি। কালাম কায়সার পরিচালিত চরম প্রতিশোধ চলচ্চিত্রে অভিনেতা রুবেলের মা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে "মা" চরিত্রে রেবেকার যাত্রা শুরু হয়। এরপর মা হিসেবেই তিনি কাজ করে যাচ্ছেন। তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র মধ্যে চালবাজ, নায়ক, মেন্টাল, রাত্রির যাত্রী, পাংকু জামাই, তুই শুধু আমার, বেপরোয়া, নোলক, সুলতান: দ্য সেভিয়ার ইত্যাদি অন্যতম।

চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন রেবেকা। সাদেক সিদ্দিকী, মাইনুল হোসেন খোকন, সুজন বড়ুয়াসহ আরও বেশ ক’জন নির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন তিনি। বেদের মেয়ে জোছনাকাশেম মালার প্রেম নামের কয়েকটি মঞ্চনাটকেও অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

  • জ্যাম (নির্মানাধীন)
  • হৃদয় জুড়ে (২০২০)
  • শাহেনশাহ (২০২০)
  • অবাস্তব ভালোবাসা (নির্মানাধীন)
  • আমার প্রেম আমার প্রিয়া (২০১৯) - জান্নাতের মা
  • ভালোবাসা ডট কম (২০১৯)
  • গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ (২০১৯)
  • প্রতিশোধের আগুন (২০১৯)
  • তুই আমার রানি (২০১৯)
  • নোলক (২০১৯) - সুরনী
  • পবিত্র ভালোবাসা (২০১৮) - দিদার পাশার ফুফু
  • চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া (২০১৮)
  • বেপরোয়া (২০১৮) - রুবেলের মা
  • প্রেমের কেন ফাঁসি (২০১৮)
  • পোড়ামন ২ (২০১৮) - পরীর মা
  • ভালো থেকো (২০১৮)
  • নায়ক (২০১৮) - অভির মা
  • পাগল মানুষ (২০১৮)
  • মধু হই হই বিষ খাওয়াইলা (২০১৭)
  • মিসড কল (২০১৭)
  • ভালোবাসা ষোল আনা (২০১৭)
  • শূন্য (২০১৭)
  • তুই আমারয (২০১৭)
  • মিলন সেতু (২০১৭)
  • রাজনীতি (২০১৭)
  • এক পলকের দেখা (২০১৭)
  • ষোল আনা প্রেম (২০১৭)
  • খাস জমিন (২০১৭)
  • আপন মানুষ (২০১৭)
  • হিরো ৪২০ (২০১৬)
  • মাটির পরী (২০১৬)
  • ভালোবাসাপুর (২০১৬)
  • পুড়ে যায় মন (২০১৬)
  • রাজা ৪২০ (২০১৬) - রাজার মা
  • উতলা মন (২০১৬)
  • মুসাফির (২০১৬)
  • নিয়তি (২০১৬) - মিলার মা
  • কত স্বপ্ন কত আশা (২০১৬)
  • পৃথিবীর নিয়তি (২০১৬)
  • ধূমকেতু (২০১৬)
  • বিগ ব্রাদার (২০১৫)
  • মার্ডার ২ (২০১৫)
  • পাগলা দিওয়ানা (২০১৫)
  • চিনি বিবি (২০১৫)
  • ভালোবাসা সীমাহীন (২০১৫)
  • ব্ল্যাক মানি (২০১৫)
  • ওয়ার্নিং (২০১৫)
  • ক্ষনিকের ভালোবাসা (২০১৪)
  • স্বপ্নছোঁয়া (২০১৪)
  • সেরা নায়ক (২০১৪)
  • ভালোবাসলে দোষ কি তাতে (২০১৪)
  • মায়ের মমতা (২০১৪)
  • হিরো: দ্যা সুপার স্টার (২০১৪) - শারমীন চৌধুরী
  • কখনো ভুলে যেওনা (২০১৪)
  • দবির সাহেবের সংসার (২০১৪)
  • তুই শুধু আমার (২০১৪)
  • রাজত্ব (২০১৪)
  • দুটি মনের পাগলামী (২০১৪)
  • কিস্তিমাত (২০১৪)
  • স্বপ্ন যে তুই (২০১৪)
  • ইঞ্চি ইঞ্চি প্রেম (২০১৩) - সুমনা
  • ভালোবাসা জিন্দাবাদ (২০১৩)
  • এর বেশি ভালোবাসা যায় না (২০১৩)
  • ভালোবাসা আজকাল (২০১৩)
  • তোমার মাঝে আমি (২০১৩)
  • পাগল তোর জন্য রে (২০১৩)
  • জীবন নদীর তীরে (২০১৩)
  • আত্মঘাতক (২০১৩)
  • জটিল প্রেম (২০১৩)
  • কষ্ট আমার দুনিয়া (২০১৩)
  • পাগলা হাওয়া (২০১২)
  • ঢাকার কিং (২০১২)
  • মোস্ট ওয়েলকাম (২০১২)
  • নাইওরি (২০১২)
  • ভালোবাসার রঙ (২০১২)
  • ওয়ান্টেড (২০১১)
  • বেইলী রোড (২০১১)
  • নাম্বার ওয়ান শাকিব খান (২০১০)
  • বলো না তুমি আমার (২০১০)
  • অরুণ শান্তি (২০১০)
  • ভালোবেসে মরতে পারি (২০১০)
  • তুমি ছাড়া বাঁচি না (২০১০)
  • এভাবেই ভালোবাসা হয় (২০১০)
  • টপ হিরো (২০১০)
  • সবাইতো ভালোবাসা চায় (২০০৯)
  • বিয়ে বাড়ী (২০০৯)
  • জন্ম তোমার জন্য (২০০৯)
  • প্রেম কয়েদী (২০০৯)
  • ময়না মতির সংসার (২০০৯)
  • রাস্তার ছেলে (২০০৯)
  • ঠেকাও আন্দোলন (২০০৯)
  • অভিশপ্ত রাত (২০০৯)
  • বড় ভাই জিন্দাবাদ (২০০৮)
  • মায়ের স্বপ্ন (২০০৮)
  • সমাধি (২০০৮)
  • তুমি আমার প্রেম (২০০৮)
  • মেশিনম্যান (২০০৭)
  • ময়দান (২০০৭)
  • আমার প্রাণের স্বামী (২০০৭) - ছনিয়ার মা
  • বিগ বস (২০০৩)
  • হাছন রাজা (২০০৩)
  • লণ্ড ভণ্ড (২০০০)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অনেক ব্যস্ত রেবেকা"ভোরের কাগজ। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 
  2. "রেবেকা মা, পপি মেয়ে | কালের কণ্ঠ"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 
  3. "চলচ্চিত্রের যত মা | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 
  4. "মা-মেয়ের চরিত্রে রেবেকা-পপি"যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 
  5. "রাবেয়া হয়ে গেলেন রেবেকা | আনন্দ বিনোদন | দৈনিক ইত্তেফাক"দৈনিক ইত্তেফাক। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 
  6. "একাধিক চলচ্চিত্রে রেবেকা || দৈনিক জনকণ্ঠ"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]