রেতনো মারসুদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেতনো মারসুদী
১৭তম ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৭ অক্টোবর ২০১৪
রাষ্ট্রপতিজোকো উইদোদো
পূর্বসূরীমার্টি নাটালেগাওয়া
নেদারল্যান্ডস-এ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
১৩ই জানুয়ারি ২০১২ – ১৬ই জানুয়ারি ২০১৫
রাষ্ট্রপতিসুসিলো বামবাং ইয়ুধনো
আইসল্যান্ড-এ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
২০০৫ – ২০০৮
রাষ্ট্রপতিসুসিলো বামবাং ইয়ুধনো
নরওয়ে-এ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
২০০৫ – ২০০৮
রাষ্ট্রপতিসুসিলো বামবাং ইয়ুধনো
ব্যক্তিগত বিবরণ
জন্মরেতনো লেসতারি প্রিয়ানসারি মারসুদী
(1962-11-27) ২৭ নভেম্বর ১৯৬২ (বয়স ৬১)
সামারাং, ইন্দোনেশিয়া
রাজনৈতিক দলnon-partisan
দাম্পত্য সঙ্গীআগুস মারসুদী
সন্তানদায়োতা
বাগাস
প্রাক্তন শিক্ষার্থীএসএমএ ৩ সামারাং গাদজাহ মাদা বিশ্ববিদ্যালয় (এস.আই.পি.)
হ্যাগ ইউনিভার্সিটি অফ আপ্লাইড সাইন্স (এলএল.এম.)

রেতনো লেসতারি প্রিয়ানসারি মারসুদী (জন্ম ২৭ নভেম্বর ১৯৬২) হচ্ছেন ইন্দোনেশিয়ার একজন রাষ্ট্রদূত এবং বর্তমান মন্ত্রীসভায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এই পদে নিযুক্ত প্রথম মহিলা মন্ত্রী।[১] ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নেদারল্যান্ডস -এ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত আইসল্যান্ড এবং নরওয়ে-এ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।[২]

প্রারম্ভের জীবন[সম্পাদনা]

মারসুদী সামরাং-এ জন্মেগ্রহণ করেছেন, এসএমএ ৩ সামারাং থেকে তিনি স্নাতক হন এবং আন্তর্জাতিক সম্পর্কে তার পড়ালেখা অব্যাহত রাখেন এবং ১৯৮৫-এ , গাদজাহ মাদা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন। হ্যাগ ইউনিভার্সিটি অফ আপ্লাইড সাইন্স থেকে ইন্টারন্যাশনাল ইউরোপীয় আইন ও নীতিমালায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেনন এবং তারপর নেদারল্যান্ড ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস ক্লিংজেন্ডেল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

রেতনো বিশ্ববিদ্যালয়ের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ১৯৯৭ থেকে ২০০১ এর মধ্যে, নেদারল্যান্ডসের হেগের ইন্দোনেশিয়ার দূতাবাসে মারসুদী অর্থনৈতিক বিষয়ক প্রথম সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০১-এ, তিনি ইউরোপ ও আমেরিকা বিষয়ক পরিচালক হিসাবে নিযুক্ত হন।[৪] ২০০৩ সালে মারসুদী পশ্চিম ইউরোপ বিষয়ক পরিচালক পদে উন্নীত হন।[৫]

২০০৫-এ, তিনি নরওয়ে এবং আইসল্যান্ড-এ ইন্দোনেশিয় রাষ্ট্রদূত নিযুক্ত হন।[৪] তার কর্মজীবনের সময়ে, তিনি ২০১১ সালের ডিসেম্বরে রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট ভূষিত হন, প্রথম ইন্দোনেশিয়ান হিসেবে তিনি এই পুরস্কার লাভ করেন।[৬] তিনি অল্প সময়ের মধ্যে ওসলো বিশ্ববিদ্যালয়-এর মানবাধিকার বিষয়ে গবেষণা করেছিলেন। মারসুদি জাকার্তা ফিরে এসে ইউরোপীয় ও আমেরিকান বিষয়ক মহাপরিচালক নিযুক্ত হন।

২০১২ সালে নেদারল্যান্ডসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিসেবে মারসুদীকে নিযুক্ত করা হয়।[৪] তিনি ইইউ, এএসইএম, এবং ফোরাম অফ ইস্ট এশিয়া-ল্যাটিন আমেরিকা কোঅপারেশন -এর বিভিন্ন বহুপাক্ষিক ও দ্বিপক্ষীয় আলোচনা পরিচালনা করেছেন।[৪] ২৭ অক্টোবর ২০১৪-এ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো তাকে মন্ত্রীসভায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ দেন।[৭]

সম্মননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Joko Widodo appoints Indonesia's first female foreign minister, Retno Marsudi"The Guardian। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫ 
  2. "Ambassador Retno Marsudi to Strengthen Indonesia-Netherlands Special Ties"Embassy of the Republic of Indonesia, The Hague। ২০১২-০১-১৩। ২০১৬-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৪ 
  3. http://www.thejakartapost.com/news/2014/10/31/ri-dutch-extend-diplomatic-training-2016.html
  4. "Retno Marsudi named foreign affairs minister"antaranews.com। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫ 
  5. "Menlu Retno Marsudi Sudah Siapkan Program Kerja"kompas.com। ২০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫ 
  6. "Retno Marsudi, Menlu Perempuan Pertama Indonesia"bisnis.com। ১১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫ 
  7. "Delapan "Srikandi" di Kabinet Kerja Diapresiasi"kompas.com। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫ 
  8. "Marsudi receives medal of merit from Peru - ANTARA News"Antara News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 

External links[সম্পাদনা]

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
মার্টি নাটালেগাওয়া
পররাষ্ট্র মন্ত্রী
২০১৪–বর্তমান
নির্ধারিত হয়নি

টেমপ্লেট:Foreign Ministers of Indonesia টেমপ্লেট:ASEAN Foreign টেমপ্লেট:APEC Foreign Ministers টেমপ্লেট:G20-Foreign