রেডিও রামাদান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রেডিও রমাদান থেকে পুনর্নির্দেশিত)
রেডিও রমাদানের লোগো

রেডিও রামাদান হল একটি ইসলামিক রেডিও চ্যানেল যা যুক্তরাজ্যে কেবলমাত্র রমজান মাসেই সম্প্রচার করে। ১৯৯৬ সাল থেকে চ্যানেলটি সম্প্রচারিত হয়ে আসছে। এটি একটি স্বেচ্ছাসেবী-দাতব্য প্রতিষ্ঠান এবং প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। [১] উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে এমন অনেক শহর পৃথকভাবে এই রেডিও স্টেশনগুলোকে তহবিল দেয়। তারা কুরআন তিলাওয়াত এবং নাশীদ সহ বেশ কয়েক ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে।

সম্প্রচার কেন্দ্র[সম্পাদনা]

রেডিও রমজানের স্টেশনগুলি ২০১৮ সালের (১৪৩৮ হিজরী) রমজান থেকে যুক্তরাজ্যের যেসব স্থানে পরিচালিত হচ্ছে:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আমাদের সম্পর্কে (রেডিও রামাদান)"www.radioramadhan.scot (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]