রেজা হুসেইনী নাসাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেনী নাসাব
ব্যক্তিগত তথ্য
জন্ম1960
ঊর্ধ্বতন পদ
ভিত্তিককানাডা
পদগ্র্যান্ড আয়াতুল্লাহ
ওয়েবসাইটwww.hoseini.org

রেজা হুসেইনী নাসাব (আরবি: السيد رضا حسيني نسب) (জন্ম: নভেম্বর, ১৯৬০). তিনি ইসলামিক সেন্টার-হামবুর্গের ইমাম এবং কানাডার ইসলামিক শিয়া অ্যাসোসিয়েশনের ইমাম। তার লেখা বইয়ের সংখ্যা ২১৫টি। তিনি এই পর্যন্ত ২২টি সংস্থা প্রতিষ্ঠা করেছেন।[১] হুসেইনী নাসাব ইরানের ইয়াজদে জন্মগ্রহণ করেন এবং কোমের ইসলামিক সেমিনারিতে পড়াশোনা করেন। তিনি একজন ইরানী টুয়েলভার শিয়া স্কলার, বর্তমানে কানাডায় বসবাস করছেন। [২] [৩]


বহিঃসংযোগ[সম্পাদনা]

  • [২] সরকারী ওয়েবসাইট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Profile: Hosseini Nassab"। জার্মান ইসলামিক এনসাইক্লোপিডিয়া। ১৫ জুন ২০১৩। 
  2. "Profile: Hosseini Nassab"। Archived from the original on ২৬ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২২ 
  3. সরকারী ওয়েবসাইট [১]