রেজা জামে মসজিদ
রেজা জামে মসজিদ | |
---|---|
رضا جامع مسجد | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | কোলাপুর, কোলহাপুর জেলা, মহারাষ্ট্র |
দেশ | ভারত |
স্থাপত্য | |
স্থাপত্য শৈলী | ইসলামিক স্থাপত্য |
রেজা জামে মসজিদ (উর্দু: رضا جامع مسجد) ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুর জেলার কোলাপুরে অবস্থিত একটি মসজিদ। আহমদ রেজা খান বেরলভী-এর সম্মানে মসজিদটির নামকরণ করা হয়।[১][২][৩][৪]
২০২৪-এ আক্রমণ
[সম্পাদনা]২০২৪ সালের ১৪ জুলাই, একটি হিন্দুত্ববাদী দল মসজিদে হামলা চালিয়ে আংশিকভাবে ধ্বংস করে এবং কুরআনের অনুলিপি পুড়িয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা জয় শ্রী রাম স্লোগান দিচ্ছিল।[১] সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি মসজিদে আক্রমণের তীব্র নিন্দা জানান এবং দেবেন্দ্র ফডণবীস ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সমালোচনা করেন, ৬ ডিসেম্বরের ঘটনা উল্লেখ করে, যেদিন বাবরি মসজিদটি ধ্বংস করা হয়।[৫] ২০২৪ সালের ১৫ জুলাই, কোলহাপুর পুলিশ প্রাক্তন রাজ্যসভা সাংসদ সম্ভাজি রাজে সহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ ২১ জনকে আটক করে।[৬] [৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "মহারাষ্ট্রের কোলহাপুরে হিন্দুত্ববাদী দল মসজিদে ভাংচুর" (ইংরেজি ভাষায়)। দ্য সিয়াসাত ডেইলি। ২০২৪-০৭-১৫। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "কোলহাপুরে হিন্দু প্রতিশোধ ইসলামিক অনুপ্রবেশের বিরুদ্ধে ঐতিহাসিক দুর্গে সংকেত প্রদান" (হিন্দি ভাষায়)। hinduexistence.org। ১৫ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪।
- ↑ "কোলহাপুরের বিশালগড় দুর্গে মসজিদ আক্রমণ, বাড়ি পুড়িয়ে দেওয়া অনুপ্রবেশের কারণে"। TheQuint (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "মহারাষ্ট্রের কোলহাপুরে মসজিদ ধ্বংস, সাফরন পতাকা স্থাপন; ওওয়াইসির প্রতিক্রিয়া"। ফ্রি প্রেস কাশ্মীর। ১৫ জুলাই ২০২৪।
- ↑ "৬ ডিসেম্বর চলমান: ওয়াইসি মহারাষ্ট্র মাহাযুক্তি সরকারের তীব্র সমালোচনা করেন" (ইংরেজি ভাষায়)। ওয়াই দিস নিউজ। ১৬ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "বিশালগড় সহিংসতা: অবৈধ দখল বিরোধী অভিযানের ডাক দিয়ে ছত্রপতি সম্ভাজির পরিকল্পনার পর অগ্নিসংযোগ ও দাঙ্গার অভিযোগে ৫০০ জনের বিরুদ্ধে মামলা, কোলহাপুরের সাংসদ শাহু মহারাজ সহিংসতার নিন্দা জানান" (ইংরেজি ভাষায়)। হিন্দুস্তান টাইমস। ১৫ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ সত্যাগ্রহ (১৬ জুলাই ২০২৪)। ""শুকরানা": মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ১৫৬টি অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন" (ইংরেজি ভাষায়)। সত্যাগ্রহ। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।