রেজওয়ান খানের জমিদার বাড়ি
অবয়ব
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (জুন ২০১৯) |
রেজওয়ান খানের জমিদার বাড়ি | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
ধরন | বাসস্থান |
অবস্থান | তালা উপজেলা |
ঠিকানা | তেতুলিয়া গ্রাম |
শহর | তালা উপজেলা, সাতক্ষীরা জেলা |
দেশ | বাংলাদেশ |
উন্মুক্ত হয়েছে | ১৮১৪-১৮১৫ |
স্বত্বাধিকারী | রেজওয়ান খান |
কারিগরি বিবরণ | |
উপাদান | ইট, সুরকি ও রড |
রেজওয়ান খানের জমিদার বাড়ি বাংলাদেশ এর সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। [১]
ইতিহাস
[সম্পাদনা]প্রায় ১৮১৪-১৮১৫ শতাব্দীতে জমিদার রেজওয়ান খান সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। বর্তমানে এই জমিদার বাড়িতে জমিদার বংশধররা বংশপরামপণায় বসবাস করে আসতেছেন। জমিদার বাড়িটি তালা উপজেলার বিখ্যাত মসজিদ তেঁতুলিয়া শাহী জামে মসজিদের সময়কার।
বর্তমান অবস্থা
[সম্পাদনা]বর্তমানে জমিদার বাড়ির অনেকাংশ ধ্বংস হয়ে গেছে। তারপরও জমিদার বাড়ির বংশধররা এখানে বংশগতভাবে এখনো বসবাস করাতে মোটামুটি কিছু টিকে আছে। এখনো প্রাসাদের কয়েকটি দেয়াল ও বাড়ির প্রবেশদ্বার অক্ষত রয়েছে। এছাড়াও বাড়ির পিছনের জমিদার আমলের ব্যবহৃত একটি পুকুর রয়েছে। যাতে প্রায় ধ্বংসপ্রাপ্ত ঘাট রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |