রেচনতন্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রেচন তন্ত্র থেকে পুনর্নির্দেশিত)
মানব রেচনতন্ত্র

রেচনতন্ত্র (ইংরেজি-Excretory system) এইটি মানুষের দেহ থেকে অতিরিক্ত ও অকেজো জিনিস বের করে। দেহকে সুস্থতা দান করা এবং দেহের বিপাকীয় ক্রিয়া সম্পন্ন হওয়ার পর উপজাত হিসেবে যেসব পদার্থ তৈরি হয় যেমন- ইউরিয়া, ক্রিয়েটিনিন তা এই প্রকিয়ার মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়। তাই দেহকে একটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য রেচন প্রকিয়া একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।