রেউনিওঁ জাতীয় মহিলা ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রেউনিও জাতীয় মহিলা ফুটবল দল থেকে পুনর্নির্দেশিত)
 Réunion
দলের লোগো
অ্যাসোসিয়েশনLigue Réunionnaise de Football
কনফেডারেশনসিএএফ (আফ্রিকা)
ফিফা কোডREU
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমানn/a
সর্বোচ্চn/a
সর্বনিম্নn/a
প্রথম আন্তর্জাতিক খেলা
 রেউনিওঁ ৪–৩ মিশর মিশর
(সেন্ট-পাউল; ৩০ জুলাই ২০০০)
বৃহত্তম জয়
 রেউনিওঁ ৩–০ মরিশাস মরিশাস
(সেন্ট-ডেনিস; ৩ জুন ২০১২)
বৃহত্তম পরাজয়
 দক্ষিণ আফ্রিকা ৩–০ রেউনিওঁ রেউনিওঁ
(ভাসলুরাস; ১১ নভেম্বর ২০০০)

রেউনিওঁ জাতীয় মহিলা ফুটবল দল আফ্রিকার ফরাসী দ্বীপ রেউনিয়ের একটি জাতীয় ফুটবল দল। এটি ফিফার কোন সদস্য দেশ নয়। তারা মরিশাস, জিম্বাবুয়ে, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা এবং মিশরের সাথে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। রেউনিওয়ে মহিলাদের জন্য দুটি লীগ অনুষ্ঠিত হয়ে থাকে। তারাও আফ্রিকার অন্যান্য দেশের মতই বিভিন্ন উন্নয়ন সমস্যার সম্মুখিন।

ইতিহাস[সম্পাদনা]

রেউনিওঁ ফিফা স্বীকৃত জাতীয় দল নয়।[১] ২০০০ সালে তারা আফ্রিকা মহিলা চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে। বাছাইপর্বে তারা মিশরকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে।[২] চ্যাম্পিয়নশীপের প্রথম খেলায় রেউনিওঁ দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করে এবং তাতে ০-৩ গোলে হেরে যায়। দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের কাছে ১-২ ব্যবধানে হেরে যায়। তৃতীয় ও শেষ ম্যাচে উগান্ডার মোকাবেলা করে এবং ১-২ গোলে হেরে গিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।[১][৩]

পটভূমি ও উন্নয়ন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Duret, Sébastien (৫ নভেম্বর ২০০৩)। "South Africa – Women – International Results"। Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ১ জুন ২০১২ 
  2. "Africa – Women's Championship 2000"। Rsssf.com। ২০০৮-০২-১৪। সংগ্রহের তারিখ ২০১২-০৬-১৬ 
  3. "Teams – African Women Championship 2010 – CAF"। Cafonline.com। সংগ্রহের তারিখ ২০১২-০৬-০১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]