রুথ লরেন্স
রুথ লরেন্স | |
---|---|
জন্ম | ব্রাইটন, ইংল্যান্ড | ২ আগস্ট ১৯৭১
মাতৃশিক্ষায়তন | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (এম. এ, ডি. ফিল) |
পরিচিতির কারণ | একজন শিশু প্রডিজি লরেন্স-ক্রামের রেপ্রিজেন্টেশন |
পুরস্কার | আমেরিকান ম্যাথমেটিকাল সোসাইটির ফেলো |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | টপোলজি, নট তত্ত্ব |
প্রতিষ্ঠানসমূহ | হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম, মিশিগান বিশ্ববিদ্যালয়ে |
ডক্টরাল উপদেষ্টা | মাইকেল আতিয়া |
রুথ এল্ক লরেন্স-নেইমার্ক (হিব্রুঃ רות אלקה לורנס-נאימרק, জন্ম ২ আগস্ট ১৯৭১) একজন ব্রিটিশ-ইসরায়েলী গণিতজ্ঞ [১] এবং আইনস্টাইন ইনস্টিটিউট অফ ম্যাথম্যাটিক্স, হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম-এর একজন সহকারী অধ্যাপক। তিনি নট তত্ত্ব ও বীজগাণিতিক টপোলজি বিষয়ে গবেষণা করেন। একাডেমিক জগতের বাইরে তিনি একজন শিশু প্রডিজি হিসেবে পরিচিত।
শৈশব
[সম্পাদনা]রুথ লরেন্স ব্রাইটন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার বাবা হ্যারি লরেন্স ও মা সিলভিয়া গ্রেবৌর্ণ দুজনেই কম্পিউটার কনসালটেন্ট ছিলেন। লরেন্সের যখন পাঁচ বছর বয়স তখন তার বাবা চাকরি ছেড়ে দেন যেন তিনি লরেন্সকে হোমস্কুলিং করাতে পারেন।
শিক্ষা
[সম্পাদনা]নয় বছর বয়সে তিনি গণিতে ও-লেভেল অর্জন করে একটি নতুন রেকর্ড তৈরি করেন। তিনি নয় বছরেই এ-লেভেলের বিশুদ্ধ গণিতে এ গ্রেড অর্জন করেন।
১৯৮১ সালে লরেন্স অক্সফোর্ড ইউনিভার্সিটির গণিত এনট্রান্স এক্সাম পাস করেন, এবং ১৯৮৩-এ বার বছর বয়সে সেইন্ট হিউ'স কলেজে ভর্তি হন।
অক্সফোর্ডে পড়াকালীন তার বাবা তাকে লেকচারগুলোতে নিয়ে যেতেন। লরেন্স দু'বছরেই তার ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন আর ১৯৮৫-এ তের বছর বয়সে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। সবচেয়ে কমবয়সী ব্রিটিশ ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী ও সবচেয়ে কমবয়সী অক্সফোর্ড গ্র্যাজুয়েট হয়ে তিনি বেশ দৃষ্টি আকর্ষণ করেন।
লরেন্স ১৯৮৬-এ পদার্থবিজ্ঞানে তার দ্বিতীয় ব্যাচেলর ডিগ্রি নেন, আর ১৯৮৯-এ সতের বছর বয়সে গণিতে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি অর্জন করেন- যেখানে তার থিসিসের শিরোনাম ছিলঃ "ব্রেইড গ্রুপদের হোমোলজি রেপ্রিজেন্টেশন"। তার থিসিস এডভাইজার ছিলেন স্যার মাইকেল আটিয়া।
একাডেমিক ক্যারিয়ার
[সম্পাদনা]লরেন্স ১৯৯০ সালে ১৯ বছর বয়সে হার্ভার্ড ইউনিভার্সিটির জুনিয়র ফেলো হন, এবং তিনি ও তার বাবা আমেরিকায় চলে আসেন। ১৯৯৩-এ তিনি ইউনিভার্সিটি অফ মিশিগানে যোগদান করেন, আর ১৯৯৭-এ সেখানে সহকারী অধ্যাপক হন।
১৯৯৮-এ তিনি হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম-এর গণিতজ্ঞ আরিয়েহ নেইমার্ককে বিয়ে করেন। পরের বছর তিনি ইসরায়েলে চলে আসেন ও আইনস্টাইন ইনস্টিটিউট অফ ম্যাথম্যাটিক্সে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।
গবেষণা
[সম্পাদনা]লরেন্স ১৯৯০ সালেকমিউনিকেশনস ইন ম্যাথম্যাটিক্স জার্নালে তার প্রকাশিত পেপার "হেক এলজেব্রার হোমোলজিকাল রেপ্রিজেন্টেশন"-এ ব্রেইড গ্রুপদের এক প্রকার রৈখিক রেপ্রিজেন্টেশন উপস্থাপন করেন, যেগুলোকে এখন বলা হয় লরেন্স-ক্রামের রেপ্রিজেন্টেশন।
পদক ও সম্মাননা
[সম্পাদনা]২০১২ সালে তিনি আমেরিকান ম্যাথম্যাটিকাল সোসাইটির একজন ফেলো হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Anand Krishnan Namboodiri (২০২১-০২-২২)। "Ruth Lawrence: A Mathematician & Former Child Prodigy"। GCP Awards Blog (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩।
- ১৯৭১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ব্রিটিশ গণিতবিদ
- ২১শ শতাব্দীর ব্রিটিশ গণিতবিদ
- ইংরেজ গণিতবিদ
- আমেরিকান ম্যাথমেটিকাল সোসাইটির সভ্য
- হার্ভার্ড সভ্য
- জেরুসালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ইসরায়েলি গণিতবিদ
- টপোলজিস্ট
- মিশিগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ব্রিটিশ নারী গণিতবিদ
- ২০শ শতাব্দীর নারী গণিতবিদ
- ২১শ শতাব্দীর নারী গণিতবিদ