বিষয়বস্তুতে চলুন

রিম্পি দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিম্পি দাস
রিম্পি দাস(ডানদিকে) ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারী, জীবন ঘুড়ি উতসবে
জন্ম
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৪-বর্তমান
উচ্চতা৫.৭
দাম্পত্য সঙ্গীবিনয় তালুকদার (m. 2023) []
আত্মীয়গুঞ্জন ভরদ্বাজ(ভাই)

রিম্পি দাস একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। ইনি মূলতঃ অসমীয়া সিনেমা এবং হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। রিম্পি অনেক অসমীয়া সিনেমায় অভিনয় করেছেন, যাদের মধ্যে রয়েছে আজেয় এবং মন জাইয়ের মতো জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি। তিনি উরোনিয়া মন, ফাগুনী, জোনাকি মন ইত্যাদি অসমীয়া ভিসিডি ছবিতেও কাজ করেছেন। এ. জেসুদোস পরিচালিত পালি ছবির মাধ্যমে তিনি কলিউডে আত্মপ্রকাশ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

২০০৪ সালে অশোক কুমার বিষয়া পরিচালিত অসমীয়া ছবি "মনট বিরিনার জুঁই" -তে অভিনয়ের মাধ্যমে রিম্পি অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে, রিম্পি কোহিনূর থিয়েটারের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আসামের ভ্রাম্যমাণ থিয়েটার শিল্পজগতে প্রবেশ করেন। তিনি বিগ ম্যাজিকের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক আকবর বীরবলের মাধ্যমে তার হিন্দি টেলিভিশন জগতে কাজ করতে শুরু করেন। এই ধারাবাহিকে তিনি কিকু শারদা, বিশাল কোটিয়ান এবং ডেলনাজ ইরানির মতো সুপরিচিত হিন্দি টেলিভিশন অভিনেতাদের সাথে কাজ করেছিলেন। ধারাবাহিকে আনারকলির ভূমিকায় অভিনয় করেন।

তিনি স্টার প্লাসের ভারতীয় মহাকাব্যিক ধারাবাহিক সিয়া কে রাম -এ দেবী পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন, যেখানে অভিনেতা রোহিত বক্সী দেবাদিদেব মহাদেবের ভূমিকায় অভিনয় করেছিলেন। [] কালারসে প্রচারিত আরেক ভারতীয় মহাকাব্যিক টেলিভিশন ধারাবাহিক, মহাকালী - অন্ত হি আরম্ভ হ্যায়- তে তিনি দেবী গঙ্গার চরিত্রে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রিম্পিরা তিন ভাইবোন, যাদের মধ্যে রিম্পি সবার বড়। তার ছোট ভাই গুঞ্জন ভরদ্বাজ অসমীয়া চলচ্চিত্র ও টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেতা।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
চাবি Films that have not yet been released যেসব চলচ্চিত্র এখনও মুক্তি পায়নি, সেগুলোকে বোঝায়
বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক মন্তব্য
২০০৪ মনোট বিরিনার জুই অশোক কুমার বিষয়া প্রথম চলচ্চিত্র
২০০৬ জুন তোরা সিম্পল গগোই
অধিনায়ক যতীন বরা
আমি অসমীয়া রাজীব ভট্টাচার্য
২০০৭ পালি পালি এ জেসুদাস তামিল চলচ্চিত্র
উরণীয়া মন রাজেশ ভূঁইয়া ভিসিডি চলচ্চিত্র
২০০৮ জোনাকী মন রাজেশ ভূঁইয়া ভিসিডি চলচ্চিত্র
মন যায় মৈরাংথেম মনিরাম সিংহা
২০১০ অচিন চিনাকি মুন্না আহমেদ
২০১১ পোলে পোলে উরে মন টিমোথি দাস হানসে
২০১৩ কর্ম কে রাতি জয়ন্ত নাথ অসমীয়া-সাদ্রি চলচ্চিত্র
২০১৪ অজেয় জাহ্নু বরুয়া
২০১৬ গানে কি আনে রাজেশ জাসপাল
২০২৩ ড. বেজবৰুৱা ২ নিপন গোস্বামী গানের মধ্যে বিশেষ উপস্থিতি "ফুল ফুল"
রঙাতপু ১৯৮২ আদিত্যম শইকীয়া
প্রকাশের তারিখ ঘোষণা বাকি অবতারণছুরি তারুণাভ দত্ত

টেলিভিশন

[সম্পাদনা]
বছর সিরিয়াল ভূমিকা সম্প্রচার চ্যানেল
২০১৫ রুনজুন রং (টিভি চ্যানেল)
২০১৫ আকবর বীরবল আনারকলি বিগ ম্যাজিক
২০১৫ হাজির জবাব বীরবল নূর বিগ ম্যাজিক
২০১৫ সিয়া কে রাম পার্বতী স্টার প্লাস
২০১৭ মহাকালী– অন্ত হি অরম্ভ হ্যায় গঙ্গা রঙ
২০১৮ সাবধান ইন্ডিয়া মিষ্টি স্টার ভারত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rimpi Das Wedding : Popular actress Rimpi Das is getting married today"। ৩ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৩ 
  2. "Rimpi Das Indian film television actress"। ২১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭