রিওমা ওয়াতানাবে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিওমা ওয়াতানাবে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-10-02) ২ অক্টোবর ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান সাইতামা প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
টোকিও
জার্সি নম্বর ২৩
যুব পর্যায়
২০১৩–২০১৫ মায়েবাশি ইকুয়ে হাই স্কুল
২০১৫ ওয়াসেদা বিশ্ববিদ্যালয়
২০১৫–২০১৭ ইঙ্গলস্টাট
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৮ ইঙ্গলস্টাট বি ৭২ (১২)
২০১৮–২০১৯ আলবিরেক্স নিগাতা ২৮ (৪)
২০২০ মোন্তেদিও ইয়ামাগাতা ৩৯ (৭)
২০২১– টোকিও ৩৩ (৪)
জাতীয় দল
২০১৩ জাপান অনূর্ধ্ব-১৭ (৩)
২০১৪ জাপান অনূর্ধ্ব-১৮ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:০৪, ৩০ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০৪, ৩০ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রিওমা ওয়াতানাবে (জাপানি: 渡邊 凌磨, ইংরেজি: Ryoma Watanabe; জন্ম: ২ অক্টোবর ১৯৯৬) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব টোকিওয়ের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৩ সালে, ওয়াতানাবে জাপান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রিওমা ওয়াতানাবে ১৯৯৬ সালের ২রা অক্টোবর তারিখে জাপানের সাইতামা প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

ওয়াতানাবে জাপান অনূর্ধ্ব-১৭ এবং জাপান অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৬ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "選手 & スタッフ– FC東京オフィシャルホームページ" [খেলোয়াড় ও কর্মকর্তা – ফুটবল ক্লাব টোকিও]। fctokyo.co (জাপানি ভাষায়)। চোফু, টোকিও, জাপান: টোকিও। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  2. "FC Tokyo – J.LEAGUE" [ফুটবল ক্লাব টোকিও – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]