রাস্‌মুস রাস্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাস্‌মুস রাস্ক
Rasmus Christian Nielsen Rasch
রাস্‌মুস রাস্ক
জন্ম
রাস্‌মুস ক্রিশ্চিয়ান নিয়েলসন রাস্ক

(১৭৮৭-১১-২২)২২ নভেম্বর ১৭৮৭
ব্রান্দেকিল্ডি, ডেনমার্ক
মৃত্যু১৪ নভেম্বর ১৮৩২(1832-11-14) (বয়স ৪৪)
কোপেনহেগেন, ডেনমার্ক
মৃত্যুর কারণযক্ষ্মা
জাতীয়তাডেনীয়
মাতৃশিক্ষায়তনকোপেনহেগেন বিশ্ববিদ্যালয়

রাস্‌মুস রাস্ক (ডেনীয়: Rasmus Rask, আ-ধ্ব-ব: [ʁɑsmus ʁɑsɡ̊]) (নভেম্বর ২২, ১৭৮৭ - নভেম্বর ১৪, ১৮৩২) একজন ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত। তিনি কয়েকটি ব্যাকরণ বই রচনা করেছেন এবং তুলনামূলক ধ্বনিতত্ত্বরূপতত্ত্ব বা শব্দতত্ত্ব নিয়ে কাজ করেছেন। রাস্ক ভাষা শিক্ষার জন্য প্রথমে আইসল্যান্ড যান। সেখানে তিনি আইসল্যান্ডীয় ভাষায় তার প্রথম ব্যাকরণ বই রচনা করেন। পরে তিনি রাশিয়া, পার্সিয়া, ভারত ও সিলন (বর্তমান শ্রীলঙ্কা) ভ্রমণ করেন। তার মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় এ প্রাচ্য ভাষার অধ্যাপক হিসেবে নিয়োগ লাভ করেন। রাস্ক মূলত তুলনামূলক ভাষাবিজ্ঞান এ তার অবদানের জন্য প্রসিদ্ধ, বিশেষ করে তার প্রাথমিক সূত্র যা পরে গ্রিম্‌স ল বা রাস্ক রুল নামে পরিচিত লাভ করে।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Nielsen, Hans Frede (2008). "Rasmus Kristian Rask (1787-1832): Liv og levned" [Rasmus Kristian Rask (1787-1832): His life] (PDF). Rask (in Danish). Syddansk Universitet. 28: 25–42
  2. "Rasmus Rask". Leksikon (in Danish). Gyldendal