বিষয়বস্তুতে চলুন

রাশিয়ার মহিলাদের সর্ব-রাশিয়ান সামাজিক রাজনৈতিক আন্দোলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সমগ্র-রাশিয়ান স্যোশিওপলিটিকাল মুভমেন্ট অফ উইমেন অফ রাশিয়া
ভাবাদর্শনারীবাদ

টেমপ্লেট:Politics of Russia সমগ্র-রাশিয়ান স্যোশিওপলিটিকাল মুভমেন্ট অফ উইমেন অফ রাশিয়া (এমডব্লিউআর) ছিল একটি রাশিয়ান নারীবাদী নাগরিক ও রাজনৈতিক সংগঠন যা ইকাতেরিনা লাখোভা দ্বারা ১৯৯৬ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।[][]

উইমেন অব রাশিয়ার ভোটিং ব্লক থেকে বিচ্ছিন্ন হয়ে, এমডব্লিউআর ছিল রাশিয়ার মহিলা ইউনিয়নের চেয়ে আরও সুদূরপ্রসারী সংস্কারবাদী আন্দোলন। তারা রাশিয়ার পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সংস্কার এবং সুশীল সমাজ নির্মাণের লক্ষ্যে কাজ করছিল। তারা বিশ্ব মহিলাদের সম্মেলন, ১৯৯৫ থেকে নারীদের কণ্ঠস্বর ও অধিকার বৃদ্ধির দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বোলেস, জানেট কে.; হোভেলার, ডায়ান লং (২০০৪)। নারীবাদী আন্দোলনের ঐতিহাসিক অভিধান। স্কেয়ারক্রো ফ্রেস। পৃষ্ঠা ৩৫। আইএসবিএন 978-০-৮১০৮-৪৯৪৬-৪ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 
  2. কোরিগ্লিয়ানো, নর্মা নুনান; নুনান, নর্মা সি.; নেচেমিয়াস, ক্যারল (২০০১)। রুশ মহিলাদের আন্দোলনের এনসাইক্লোপিডিয়া। গ্রিনউড পাবলিশিং গ্রুপ। পৃষ্ঠা ২০১ – ২। আইএসবিএন 978-০-৩১৩-৩০৪৩৮-৫ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 

বহিঃসংযোগ

[সম্পাদনা]