রাম পেয়ারি মহল
অবয়ব
রাম পেয়ারি মহল হল গুজরাট জেলার একটি বিংশ শতাব্দীর প্রারম্ভিক প্রাসাদ, যা বর্তমানে পাঞ্জাব, পাকিস্তানে অবস্থিত।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]রাম পেয়ারি মহল ১৯১৮ সালে ঠিকাদার সুন্দর দাস চোপড়া তার তৃতীয় স্ত্রী রাম পেয়ারির জন্য তৈরি করেছিলেন।[৩][৪] সংলগ্ন রাস্তাটি, যার মূল নাম রাম পেয়ারি রোড, এখন সোহনি বাজারের পাশে সার্কুলার রোডের অংশ, যা প্রাচীরের শহরে মৃৎশিল্প ও সিরামিকের জন্য পরিচিত।[১][২]
১৯৪৭ সালের দাঙ্গা ও দেশভাগের সময় রাম পিয়ারির সপরিবারে ভারতে স্থানান্তরিত হওয়ার পরে, ভবনটি অস্থায়ীভাবে সরকারি ফাতিমা জিন্নাহ কলেজের হোস্টেল হিসাবে কাজ করার জন্য পুনর্নির্মাণ করা হয়েছিল।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Ram Pyari Mehal a masterpiece"। DAWN.COM। ২৪ মার্চ ২০০৯।
- 1 2 "Important Places | District Gujrat"। ২০ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩।
- 1 2 "Ram Pyari Museum to open its doors to visitors"। The Express Tribune। ১৮ এপ্রিল ২০২১। ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩।
- ↑ Butt, Waseem Ashraf (৯ অক্টোবর ২০২০)। "Renovation of Ram Pyari Mahal under way"। DAWN.COM। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৩।