রামেশ্বর দাস বিড়লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রামেশ্বর দাস বিড়লা (এছাড়াও রামেশ্বরদাস বিড়লা ) (১৮৯২-১৯৭৩) একজন ভারতীয় উদ্যোক্তা এবং সমাজসেবী ছিলেন। তিনি বালদেও দাস বিড়লার দ্বিতীয় পুত্র এবং মাধব প্রসাদ বিরলাগজানন বিড়লার পিতা। [১] তিনি মুম্বই, পিলানী এবং কলকাতায় হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য পরিচিত।

১৯২২ সালে তাঁর প্রথম স্ত্রীর মৃত্যুর পরে পুনর্বিবাহের সিদ্ধান্তের কারণে মহেশ্বরী বর্ণে বিভক্ত হয়। এই সম্প্রদায়ের অনুসারীরা সন্দেহ করেছিল যে তাঁর নতুন স্ত্রী নিজেই একজন মহেশ্বরী এবং তাই বিশ্বাস করেছিলেন যে বিড়লা বিবাহ সম্পর্কিত বর্ণ বিধি ভঙ্গ করেছেন। [২][৩]

আরো দেখুন[সম্পাদনা]

সূত্র[সম্পাদনা]

  1. The Birlas: Empire in transition, The Birlas: Representing a fascinating saga in Indian enterprise, T.N. Ninan with Ch ander Uday Singh and Sumanta Sen, India Today, July 20, 2013
  2. Timberg, Thomas A. (১৯৬৯)। Industrial Entrepreneurship Among the Trading Communities of India: How the Pattern Differs। Development Advisory Service, Center for International Affairs, Harvard University। পৃষ্ঠা 46। 
  3. Weinberger-Thomas, Catherine (১৯৯৯)। Ashes of Immortality: Widow-Burning in India (Translated সংস্করণ)। University of Chicago Press। পৃষ্ঠা 177আইএসবিএন 978-0-22688-568-1