রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়
রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক), রহড়া | |
---|---|
ঠিকানা | |
![]() | |
পুণ্যানন্দ সরণি রহড়া, খড়দহ , , , ৭০০১১৮ | |
স্থানাঙ্ক | ২২°৪৩′৩৯″ উত্তর ৮৮°২২′৫৮″ পূর্ব / ২২.৭২৭৫৩১° উত্তর ৮৮.৩৮২৬৯২° পূর্ব |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | উচ্চ মাধ্যমিক |
নীতিবাক্য | আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ — "আত্মার মোক্ষ ও জগতের কল্যাণের নিমিত্ত" সংস্কৃত: आत्मनो मोक्षार्थं जगद्धिताय च |
প্রতিষ্ঠাকাল | ১ সেপ্টেম্বর ১৯৪৪[১] |
প্রতিষ্ঠাতা | স্বামী পুণ্যানন্দ |
অবস্থা | বর্তমানে সচল |
ভগিনী বিদ্যালয় | রামকৃষ্ণ মিশন বালকাশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় (JBS), রামকৃষ্ণ মিশন বালকাশ্রম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (JHS) |
বিদ্যালয় বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ[২], পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ |
বিদ্যালয় জেলা | উত্তর ২৪ পরগনা |
কর্তৃপক্ষ | রামকৃষ্ণ মিশন বালকাশ্রম, রহড়া |
শ্রেণী | উচ্চ মাধ্যমিক বিদ্যালয় |
সেশন | জানুয়ারি - ডিসেম্বর (পঞ্চম - দশম) জুন - মে (একাদশ - দ্বাদশ) |
পরিচালক | স্বামী জয়ানন্দ (সম্পাদক) |
প্রধান শিক্ষক | স্বামী মুরলীধরানন্দ |
শিক্ষকমণ্ডলী | ৬৬ |
শ্রেণী | V–XII |
লিঙ্গ | পুরুষ |
বয়সসীমা | ১০+ থেকে ১৮+ |
শিক্ষার্থী সংখ্যা | ১৩৩০[৩] |
ভাষা | বাংলা |
সময়সূচির ধরন | দিবা |
ক্যাম্পাস | পৌর এলাকা |
রঙ | সাদা ও খাকি (ক্লাস V-X) সাদা ও ধূসর (ক্লাস XI-XII) |
গান | ওঁ সহ নাববতু ভারতের জাতীয় সঙ্গীত |
ওয়েবসাইট | rkmissionrahara |
![]() |
রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক), রহড়া খড়দহের রহড়া তে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি পরিচালনা করে রামকৃষ্ণ মিশন বালকাশ্রম, রহড়া, বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন। এটি পশ্চিমবঙ্গের অন্যতম উল্লেখযোগ্য বিদ্যালয়।
প্রতিষ্ঠার ইতিহাস[সম্পাদনা]
১৯৪৩ এর বাংলা দুর্ভিক্ষের সময় ১ সেপ্টেম্বর ১৯৪৪ তারিখে মাত্র ৩৭ জন অনাথ শিশুকে নিয়ে স্বামী পুণ্যানন্দজী মহারাজ বালকাশ্রমের যাত্রা শুরু করেন।
বর্তমান অবস্থা[সম্পাদনা]
বর্তমানে এটি পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম সেরা বিদ্যালয় প্রতিবছর এখান থেকে বহু ছাত্র বিভিন্ন পরীক্ষায় সেরা সাফল্য দেখিয়ে বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। জাতীয় স্তরে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, জেইই-মেইন, জেইই-অ্যাডভান্সড, কেভিপিওয়াই পরীক্ষায় ছাত্রদের অসামান্য সাফল্য দেখা গিয়েছে। এছাড়া আইএসআই প্রভৃতি পরীক্ষায় ছাত্রদের প্রদর্শন দুর্দান্ত।
বর্তমানে স্কুলটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সেরা বিদ্যালয় সম্মানে ২ বার ভূষিত হয়েছে।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "RKM Rahara Homepage"। ৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ "Affiliated Schools of West Bengal Board of secondary Education"।
- ↑ Ramakrishna Mission Boys’ Home, Rahara
- উত্তর ২৪ পরগনা জেলার বিদ্যালয়
- উত্তর ২৪ পরগনা জেলার শিক্ষাপ্রতিষ্ঠান
- পশ্চিমবঙ্গের বিদ্যালয়
- পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান
- রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিদ্যালয়
- ভারতের বিদ্যালয়
- ভারতের বালক বিদ্যালয়
- ১৯৪৪-এ প্রতিষ্ঠিত
- ১৯৪৪-এ প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান
- খড়দহ
- বাংলার নবজাগরণের সঙ্গে যুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান
- কলকাতার দর্শনীয় স্থান
- উচ্চ বিদ্যালয়