রান্দা সিনিয়রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রান্দা সিনিয়রা
জাতীয়তাফিলিস্তিনি
পেশানারী অধিকার ও মানবাধিকারকর্মী
কর্মজীবনজ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলী
ইন্ডিপেনডেন্ট কমিশন ফর হিউম্যান রাইটস ইন প্যালেস্টাইন

রান্দা সিনিয়রা ফিলিস্তিনি নারী অধিকার এবং মানবাধিকার কর্মী। আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং মানবিক আইন ইত্যাদির উপর তার প্রায় তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ইউএস এজেন্সি এবং আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য তিনি কাজ করেছেন।[১]

অবদান[সম্পাদনা]

সিনিয়রা আল-হকের নারী অধিকার বিষয়ক গবেষক ও সমন্বয়ক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।[২] ২০০১-২০০৫ সালের মধ্যে তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত হন। তিনি এর আগে ১৯৯৭ থেকে ২০০১ সালের মধ্যে ডব্লিউসিএলএসি'র এডোভোকেসি এবং নেটওয়ার্কিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্ডিপেনডেন্ট কমিশন ফর হিউম্যান রাইটস ইন প্যালেস্টাইনের জ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলী হিসেবে কাজ করেন।[১]

প্রথম ফিলিস্তিনি নারী আন্দোলনকর্মী হিসেবে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতা করেন। ইজরায়েল দখলকৃত অঞ্চলে নারীরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বলে তিনি প্রস্তাব করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "RANDA SINIORA"। ৩০ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  2. "Palestinian women have 'meaningful role to play', says lawyer ahead of UN address"মিডল ইস্ট আই। ২৫ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  3. "Women in Palestine face violence and political exclusion, campaigner tells UN"দ্য গার্ডিয়ান। ২৬ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০