বিষয়বস্তুতে চলুন

রানু পেল লটারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রানু পেল লটারী
নির্মাতাশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
লেখকগল্প
শাহানা
স্ক্রিমপেলে
শারবারি গহশাল
সংলাপ
সুপারনা গহশাল
পরিচালকশ্বারনেদু শামাদ্দের
সৃজনশীল পরিচালকশাহানা
উপস্থাপকএস ভি এফ এন্টারটেইনমেন্ট
শ্রেষ্ঠাংশেবিজয়লক্ষ্মী চ্যাটার্জি
আহুজা
কণ্ঠ প্রদানকারীমাধুরায়া ভট্টাচারিয়া
আবহ সঙ্গীত রচয়িতাঊপালি চট্টোপাধ্যায়,
সবুজ
দেশভারত ভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা২৬৮
নির্মাণ
প্রযোজকশ্রীকান্ত মোহতা
মাহেন্দ্রা সনি
নির্মাণ স্থানকলকাতা
ক্যামেরা বিন্যাসমাল্টি-ক্যামেরা
স্থিতিকাল২২ মিনিট
নির্মাণ প্রতিষ্ঠানশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি
নেটওয়ার্কজি বাংলা
মুক্তি৩ ডিসেম্বর ২০১৮ (2018-12-03) 
১৩ ডিসেম্বর ২০১৯
মুক্তিসবুজ-আশিশ
মুক্তিসবুজ-আশিশ
মুক্তিসবুজ-আশিশ
মুক্তিসবুজ-আশিশ
মুক্তিসবুজ-আশিশ
মুক্তিসবুজ-আশিশ
মুক্তিসবুজ-আশিশ

রানু পেল লটারী [] হলো একটি ভারতীয় বাংলা- ভাষাগুলি টেলিভিশন সোপ অপেরা, যা ৩ই ডিসেম্বর ২০১৮ সালে প্রিমিয়ার হয়েছিল এবং জি বাংলাতে প্রচারিত হয়েছিল এবং ১৩ ডিসেম্বর ২০১৯ এ শেষ বার সম্পচারিত হয়ে.এটাতে অভিনয় করেছিলেন বিজয়লক্ষ্মী চ্যাটার্জী [] এবং মডেল-অভিনেতা কৃশাল আহুজা [] প্রধান চরিত্রে; ভাস্কর বন্দ্যোপাধ্যায়, মিমি দত্ত এবং স্বপ্না মুখোপাধ্যায় প্রমুখের সহায়ক ভূমিকা পালন করছেন ৷ এটি বাংলা টেলিভিশনে বিজয়লক্ষ্মী চ্যাটার্জির ফিরে আসা চিহ্নিত করে।

অভিনয়ে

[সম্পাদনা]

মূল চরিত্র

[সম্পাদনা]
  • রাণু সরকার চরিত্রে বিজয়লক্ষ্মী চ্যাটার্জী [] - টাইটুলার নায়ক।
  • ধ্রুব মিত্র চরিত্রে কৃষ্ণ আহুজা - পীযূষ-বসুধার কনিষ্ঠ পুত্র।
  • আর্শিয়া মুখোপাধ্যায় লটারির চরিত্রে- ছদ্মবেশে মা লক্ষ্মী।
  • আয়েশা চরিত্রে পায়েল দেব (ধ্রুবাকে বিয়ে করতে চেয়েছিলেন) তবে তার বড় ভাইকে বিয়ে করতে হয়েছিল।

পুনরাবৃত্তি চরিত্রসমূহ

[সম্পাদনা]
  • হিরণময়ী মিত্র ওরফে "থাম্মা" হিসাবে বাসন্তী চ্যাটার্জী/ছন্দা কে চ্যাটার্জী
  • পাইজুশ মিত্র চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য
  • স্বামী মুখার্জি বসুধা মিত্র ওরফে "মেরন দোশা " চরিত্রে
  • শোভন মিত্র চরিত্রে অনিমেষ ভাদুড়ী - পীযূষ-বসুধার জ্যেষ্ঠ পুত্র।
  • পিজুশ-বসুধার দ্বিতীয় পুত্র হিসাবে অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়।
  • রিম রায় ঝিমঝিম মিত্র চরিত্রে- পিজুশ-বসুধার কন্যা।
  • রামলোচন সরকার চরিত্রে ভাস্কর বন্দ্যোপাধ্যায় - রানুর বাবা, মিত্র পরিবারের মালী।
  • সরলা সরকার চরিত্রে পিঙ্কি মল্লিক - রানুর মা, মিত্র পরিবারের ঘরোয়া সহায়তা।
  • মিমি দত্ত মা লক্ষ্মীর ভূমিকায়
  • অনন্যা সেন শিশুর চরিত্রে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ranu Pelo Lottery to launch soon"The Times of India। ১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯
  2. "Bijaylakshmi Chatterjee is Geared up for her comeback"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Model-turned-actor Krushal Ahuja to play the lead in Ranu Pelo Lottery"
  4. "Ranu Pelo Lottery Coming Soon on Zee Bangla"