বিষয়বস্তুতে চলুন

রানী লিয়াং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রানী লিয়াং (চীনা: 梁王后; ব্যক্তিগত নাম অজানা) চীনের পশ্চিম কিন রাজবংশের রানী ছিলেন। তার স্বামী ছিলেন সর্বশেষ রাজা, কিফু মুমো। []

রানী লিয়াং সম্পর্কে খুব কমই জানা যায়। কিফু মুমো তার পিতা কিফু চিপান (রাজা ওয়েনঝাও) ৪২৮ সালে উত্তরাধিকারী হওয়ার পরে ৪২৯ সালে তার রানী বানিয়েছিলেন। তার ছেলে কিফু ওয়ানজাই (乞伏萬載), যাকে তিনি ৪২৯ সালে যুবরাজ বানিয়েছিলেন, তিনিও তার পুত্র ছিলেন কিনা তা জানা যায়নি। ৪৩১ সালে জিয়াও সম্রাট হেলিয়ান ডিং যখন কিউফু মুমোকে বন্দী করে এবং পশ্চিম কিন বিলীন করে দিয়েছিলেন তখন তার কী হয়েছিল তা জানা যায়নি, যদিও হেলিয়ান ডিং বিপুল সংখ্যক পশ্চিম কিন অভিজাত ও কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন, তাই সম্ভবত তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "資治通鑑/卷121 – 维基文库,自由的图书馆"zh.wikisource.org (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২
Chinese royalty
পূর্বসূরী
রাণী তুফা
পশ্চিম কিনের রানী
৪২৯-৪৩১?
উত্তরসূরী
কেউ নয় (রাজবংশ বিলীন)